Paschim Medinipur district police has taken strict measures to handle the post-election situation from the count
ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাত পোহালেই ভোট গণনা। ভোট গণনা ও নির্বাচন পরবর্তী পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপ নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। মঙ্গলবার মেদিনীপুর শহরের পুলিশ লাইন হেডকোয়ার্টারে জেলার বিভিন্ন থানার আধিকারিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:- নিম্নমানের কাজে ভেঙে গেল দাসপুরের নবনির্মিত বাঁধ, জল সংকটে কৃষকরা
আরও পড়ুন:- ভালো কাজে আইএসও শংসাপত্র পেল পশ্চিম মেদিনীপুর জেলার দুটি থানা
ভোটের গণনা সহ নির্বাচন পরবর্তী পরিস্থিতি সামাল দিতে বৈঠক করেন পুলিশ কর্তারা। পুলিশ সুপার বলেন, “রাজনৈতিক দলগুলির সাথে কথা হয়েছে। সমস্ত দিক বলা হয়েছে নিয়মের। ভোটের দিনের মতো গণণাতেও কড়া নজরদারি থাকবে। সিনিয়ার অফিসারদের নিয়োগ করা হয়েছে। খড়্গপুরে বেশি আধিকারিকদের রাখা হচ্ছে।
Paschim Medinipur Police
আরও পড়ুন:- বিজেপির ডাকা বনধের সাড়া পড়ল না মেদিনীপুরে
আরও পড়ুন:- ছন্নছাড়া বিজেপি, শাসকদলকে টেক্কা দিল নির্দল, মেদিনীপুর পুরসভায় ভোট পড়ল 76.51 শতাংশ
মেদিনীপুরেও থাকছে বিভিন্ন অফিসাররা। ঘাটালেও থাকছে পুলিশ বাহিনী। সেই সাথে নির্বাচন পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সব স্থানেই আগে থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। কোনোরকম হিংসা যাতে না ঘটে তার জন্য শুধু পুরসভা এলাকা নয়, পঞ্চায়েত এলাকাতেও পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আরও পড়ুন:- মেদিনীপুর শহরে অলিগলিতে পুলিশের টহল, জমায়েত হঠাল পুলিশ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Paschim Medinipur Police
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore