100 Days Work inspect by Central delegation team at East Midnapore
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এরাজ্যের প্রতিটি জেলায় জেলায় কেমন ভাবে সরকারি কাজ হচ্ছে , বিশেষ করে ১০০ দিনের কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের ন্যাশনাল লেভেল মনিটরিং টিম পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের বিভিন্ন গ্ৰাম-পঞ্চায়েত এলাকার কাজের খতিয়ান সরজমিনে পরিদর্শন করেন।
আরও পড়ুন:- মাদুলিতেই সারবে করোনা! খবর পেয়ে পুলিশ যেতেই বেপাত্তা ‘মাদুলিবাবা’
আরও পড়ুন:- সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নয়া মেশিন মেদিনীপুর পুরসভায়, শহরে ৩টি গভীর নলকূপের উদ্বোধন করলেন বিধায়ক
পাশাপাশি তাঁরা পাড়ায় পাড়ায় ঢুকে সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ নানান সরকারি কাজ খতিয়ে দেখেন। এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। যাঁরা কাজের প্রশংসা করেছেন তাঁদের কথা যেমন শোনেন তেমনই যাঁরা নানা ধরণের অভিযোগ করেছেন, তাঁদের কথাও শোনেন। সব কথা নথিবদ্ধও করতে দেখা যায় প্রতিনিধিদের। রাজ্যের বেশ কয়েকটি জেলায় যাবেন প্রতিনিধি দল। কয়েকটি দলে ভাগ হয়ে দেখবেন কাজ। তারপর কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট জমা দেবেন বলে জানা গিয়েছে।
100 Days Work
আরও পড়ুন:- ক্যাম্পাসে দ্রুত ছড়াচ্ছে করোনা, ২৩ জানুয়ারি অবধি লকডাউন Kharagpur IIT
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুর জেলা জঙ্গলমহল উৎসব শুরু হল মেদিনীপুরে
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরে দুই সদস্যের টিম চারদিন ধরে গ্রামীণ এলাকায় ঘুরবে। তার আগে সোমবার ওই টিম জেলাশাসকের অফিসে এসে বৈঠক করবে। সেখানে বৈঠকের পর ওই টিম পরিদর্শনে বের হবে। একশো দিনের কাজে জেলায় উপকূলবর্তী এলাকায় ম্যানগ্রোভ চারা লাগানো হয়েছে। সাইক্লোন মোকাবিলায় উদ্ভিদ প্রাচীর তৈরির লক্ষ্যে এই ম্যানগ্রোভ অরণ্য তৈরির কাজ হাতে নেওয়া হয়। এছাড়াও নদীবাঁধ সুরক্ষায় ভেটিভার লাগানো হয়েছে। একশো দিনের কাজের মাধ্যমে গোটা জেলায় যশ সাইক্লোন বিধ্বস্ত নদীবাঁধ মেরামত হয়েছে।
আরও পড়ুন:- ঐতিহ্যে থাবা বসাল করোনা! পশ্চিম মেদিনীপুরের বামুনবুড়ির পুজোতে ভক্তদের ভিড় নিয়ন্ত্রণে
কেন্দ্রীয় পরিদর্শক টিমকে ওইসব কাজ দেখানোর পরিকল্পনা আছে। একইভাবে আবাস যোজনা প্রকল্পে প্রত্যেক উপভোক্তাকে ৯০টি কর্মদিবস বাবদ অর্থ দেওয়া হয়। আবাস যোজনার বাড়ি তৈরির কাজও খতিয়ে দেখবে পরিদর্শক দল। তাছাড়া ২০১৯-২০ আর্থিক বছরে একশো দিনের কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় টিম এসেছিল। করোনা পরিস্থিতির কারণে গত বছর কোনও টিম আসেনি। এবার রাজ্যে একসঙ্গে ১৫টি জেলায় ভিজিটে এসেছে পরিদর্শক টিম।
আরও পড়ুন:- প্রয়াত হলেন পশ্চিম মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামী অধ্যাপক গোষ্ঠবিহারি সেন
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
100 Days Work
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: On Tuesday, the National Level Monitoring Team of the Union Ministry of Rural Development visited various Gram Panchayats in the Patashpur 2 block of East Midnapore district to see how government work is being done in every district of the state under Chief Minister Mamata Banerjee.
Besides, they visited the neighborhoods and talked to the common people, and scrutinized various government works including Bangla Awas Yojana, Prime Minister’s Awas Yojana. Talked to ordinary people in the area. Just as you listen to those who have praised your work, you also listen to those who have made various complaints. The delegates were also seen documenting everything. The delegation will visit several districts of the state. You will see the work divided into several groups. It is learned that he will then submit a report to the central government.
Incidentally, the two-member team will tour rural areas for four days in East Midnapore. Earlier on Monday, the team will meet at the district magistrate’s office. After the meeting there, the team will go out for inspection. Mangrove saplings have been planted in the coastal areas of the district for 100 days. The work of creating this mangrove forest was undertaken with the aim of building a plant wall in response to the cyclone. Vetiver has also been installed to protect the river embankment. The cyclone-ravaged river embankment has been repaired in the entire district through 100 days of work.
There are plans to show those works to the central inspection team. Similarly, in the Housing Scheme, each consumer is paid for 90 working days. The inspection team will also look into the construction work of the housing scheme. Besides, the central team came to inspect the work of 100 days in the financial year 2019-20. No team came last year due to Corona’s situation. This time the inspection team has visited 15 districts in the state.