Poster in Midnapore
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার পালা। তার আগে ‘এবার অনয়’ পোস্টার পড়ল মেদিনীপুর শহরে। ২৭ ফেব্রুয়ারি মেদিনীপুর পৌরসভার নির্বাচন হওয়ার সম্ভাবনা। বিভিন্ন রাজনৈতিক দলগুলির পাশাপাশি নির্দল প্রার্থী হয়েও অনেকে ভোটে লড়বেন। নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি ঘোষণা না করলেও, রাজনৈতিক দলগুলো যে যার মতো করে প্রচারে নেমেছে। কিন্তু শহরের ৯ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী তার নাম দিয়ে পোস্টার ছাপিয়ে নেমে পড়েছেন প্রচারে।
আরও পড়ুন:- অকাল বর্ষণ আর গজরাজের হানায় অতিষ্ঠ পশ্চিম মেদিনীপুরের কৃষকরা
আরও পড়ুন:- জাতীয় স্তরের পরীক্ষায় মেদিনীপুরে সাফল্য পেল রয়েল অ্যাকাডেমির ছাত্র সৌরাভ
৯ নম্বর ওয়ার্ড নাগরিক উন্নয়ন সমিতির সম্পাদক অনয় মাইতি। উন্নয়ন সমিতির পক্ষ থেকে পৌর নির্বাচনে লড়বেন এবারে। তাঁর নামেই পোস্টার ছাপিয়ে প্রচার শুরু করে দিয়েছেন। এর আগেও ২০০৮ সালে তিনি ভোটে দাঁড়িয়ে হেরেছিলেন। ২০১৩ সালে সংরক্ষিত আসন হওয়ায় দাঁড়াননি। ২০২২ পৌর নির্বাচনে ফের প্রতিদ্বন্দিতা করবেন বলে তিনি জানিয়েছেন। আর তারই নামে ওই ওয়ার্ডের অলিগলিতে পড়ল পোস্টার। লেখা রয়েছে ‘এবার অনয়’। সরব হয়েছেন পৌর পরিষেবা নিয়ে।
Poster in Midnapore
আরও পড়ুন:- প্রায় ২ বছর পর Kharagpur IIT ক্যাম্পাসে প্রবেশ করছেন পড়ুয়ারা
আরও পড়ুন:- মেদিনীপুরে ডোমিনোজ পিৎজার আউটলেট উদ্বোধন
দুর্নীতির বিরুদ্ধেই সুর চড়াবেন নির্বাচনে। ওই ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী হতে পারেন সৌরভ বসু। তিনি ওয়ার্ডের সভাপতিও। দু’জনই ঝাঁপিয়ে পড়েন এলাকার মানুষজনের সুবিধা ও অসুবিধায়। গত বর্ষণে যখন শহরের বিভিন্ন বাড়িতে জল ঢুকে যায়, দু’জনেই পাম্প মেশিন নিয়ে হাজির হোন জল বের করার জন্য। সম্প্রতি অনয় গিয়েছেন মানুষের দুয়ারে কম্বল নিয়ে। লকডাউনেও ত্রাণ বিলি করেছেন। সৌরভও বিভিন্ন ত্রাণ শিবির করেছেন।
আরও পড়ুন:- দিঘায় কাঁকড়া খেয়ে মৃত্যু একাধিক পর্যটকের, হোটেলে হানা দিল খাদ্য দফতর
বিভিন্ন মানুষজন মানছেন দু’জনেরই কাছ থেকে বিভিন্ন সুবিধা পেয়েছেন। মানুষের মনে কতটা জায়গা করতে পেরেছেন তা জানতেই এবারে ভোটে লড়বেন অনয়। অনয় জানান, মানুষের সুবিধা-অসুবিধায় ২০০৮ সাল থেকে পাশে রয়েছি। মানুষজন কতটা ভালবাসেন তা জানতেই আমার ভোটে দাঁড়ানো। মানুষজনের রায় তিনি মেনে নেবেন। তবে তাঁর দৃঢ় বিশ্বাস তিনি জিতবেন। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
আরও পড়ুন:- এগরা পুরসভা দখলে তোড়জোড় তৃণমূলের , টক্কর এগিয়ে বিজেপিও
ওয়ার্ড সভাপতি সৌরভ বসু বলেন, নির্দল হয়ে অনেকেই ভোটে লড়েন। কে কি পোস্টার চেটালো তাতে কিছু হবে না। পুর পরিষেবা থেকে বিভিন্ন সরকারী সুবিধা মানুষজন দুয়ারে পাচ্ছেন। এবারেও বিপুল ভোটে তৃণমূল জয়ী হবে। কে জিতবেন তা সময় বলবে। তবে নাগরিকরা মনে করছেন এবারে ভোটের লড়াই জমবে ওই ওয়ার্ডে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Poster in Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: Waiting for a bone-to-bone fight. It’s time to dump her and move on. Before that, the poster ‘Abar Anoy’ was read in Medinipur town. The election of Medinipur municipality is likely to be held on 27 February. Many will contest from different political parties as well as independent candidates. Although the Election Commission has not announced the notification, the political parties have started campaigning as they please. But in ward number 9 of the city, the independent candidate has printed posters with his name in the campaign.
Ward No. 9 Citizen Development Association Secretary Anoy Maiti. This time he will contest the municipal elections on behalf of the development association. He started the campaign by printing posters in his name. Anoy had earlier lost the election in 2008. He did not stand in 2013 as it was a reserved seat. He said that he will contest the 2022 municipal elections again. And a poster with his name fell in the alleys of that ward. It is written ‘Ebar Anay’. Be vocal about municipal services.
He will raise his voice against corruption in the election. Sourav Basu can be the grassroots candidate of that ward. He is also the president of the ward. Both of them jumped into the advantages and disadvantages of the people of the area. When water flooded into various houses in the city last year, both of them came with pump machines to draw water. Recently, Anoy went to the door with a blanket. Lockdown has also delivered relief. Sourav has also done various relief camps.
Different people believe that they have got different benefits from both of them. Others will contest this time to know how much space they have got in people’s minds. Anoy said, I have been by the side since 2008 for the benefit and disadvantage of the people. I stand for voting to know how much people love me. He will accept the verdict of the people. But his conviction is that he will win. The grassroots is reluctant to give importance.
Ward president Sourav Basu said many people fought for votes as independents. It doesn’t matter what the poster is. People are getting various government benefits at the door from Pur service. This time too the Trinamool will win by a huge margin. Only time will tell who will win. However, the citizens think that this time the battle of votes will be fought in that ward.