Communal Abusive
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: সম্প্রদায়গত অবমাননাকর আচরণের অভিযোগ সবং কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে। এরই প্রতিবাদে সবং সজনীকান্ত মহাবিদ্যালয় ঘেরাও করল আদিবাসী সংগঠন। মঙ্গলবার আদিবাসী সমাজের মানুষজন কলেজের সামনে জমায়েত হোন। মঞ্চ বেঁধে অনির্দিষ্টকালের জন্য ঘেরাও কর্মসূচী চলবে বলে হুঁশিয়ারি। এর আগেও ঘেরাও ডাক দিয়ে প্রশাসনের আশ্বাসে পিছু হটেছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতারা। অধ্যাপক নির্মল বেরাকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ।
আরও পড়ুন:- শালবনীতে ভাঙাচোরা সেতু থেকে এক ব্যক্তি পড়লেন খালের জলে, ডুবুরি দিয়েও মেলেনি খোঁজ
আরও পড়ুন:- আশাকর্মীদের বিক্ষোভ-অবরোধে উত্তাল মেদিনীপুর
যদিও আদিবাসী সংগঠনের দাবি গ্রেপ্তার ও বহিষ্কার করতে হবে। পশ্চিম মেদিনীপুর জেলার সবং কলেজের অধ্যাপিকা পাপিয়া মাণ্ডিকে ওই কলেজেরই বাংলার অধ্যাপক ডঃ নির্মল বেরা তাঁর প্রতি বিভিন্ন সময়ে নানা ধরণের সম্প্রদায়গত অবমাননাকর আচরণ করেন বলে অভিযোগ। সংগঠন বক্তব্য, প্রায় সময় সম্প্রদায়গত অপমানজনক মন্তব্য করেন ওই অধ্যাপক। এবং অধ্যক্ষ তপন দত্ত মদত দিতেন। যার ফলে পাপিয়া মান্ডি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
Communal Abusive
আরও পড়ুন:- বেসরকারি টেলিকম সংস্থার রিচার্জ ডাটা প্যাকের দাম বৃদ্ধির প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরে বিক্ষোভ
আরও পড়ুন:-‘নিখোঁজ কারিগরি মন্ত্রীর সন্ধান চাই’, পোস্টার হাতে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরে
এর প্রতিকার চেয়ে কলেজ কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ কয়েকটি সংগঠনকে চিঠি লেখেন পাপিয়া মান্ডি। ঘটনার প্রতিবাদ জানিয়ে ভিসিকে ডেপুটেশন দিয়েছে অধ্যাপক সংহতি মঞ্চ। এবার সরাসরি সংঘাতের পথে আদিবাসী জনজাতি গোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। সংগঠনের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা সবং সজনীকান্ত মহাবিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ঘেরাও কর্মসূচী শুরু হয়েছে।
আরও পড়ুন:- স্থায়ীকরণের দাবি জানিয়ে তৃণমূলে যোগদানের আবেদন আংশিক সময়ের শিক্ষকদের, শোরগোল পশ্চিম মেদিনীপুরে
সংগঠনের দাবি, সবং কলেজের অধ্যাপক নির্মল বেরা এবং অধ্যক্ষ তপন দত্ত কে গ্রেফতার ও বহিষ্কার করতে হবে। যতদিন পর্যন্ত এই দাবি পূরণ না হবে, ঘেরাও কর্মসূচি জারি থাকবে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনার মতো মর্যাদাসম্পন্ন পেশার একজন মানুষের কাছ থেকে এই ধরণের আচরণ অত্যন্ত অনাকাঙ্খিত এবং নিন্দনীয় বলে জানিয়েছেন অধ্যাপকদের একাংশ। আদিবাসী সংগঠনের নেতা সনাতন হেমরম বলেন, মাতৃকালীন ছুটি অন্যান্য অধ্যাপিকাদের ছয় মাস দিলে, পাপিয়ার সময় সাড়ে চার মাস দেয়। আদিবাসী বলে অধ্যক্ষও মানসিকভাবে নির্যাতন করে।
আরও পড়ুন:- এগরায় সদ্যজাত শিশু বদলের অভিযোগ, চাঞ্চল্য এলাকায়
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Communal Abusive
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: Allegations of communal abusive behavior against a college professor. Indigenous organizations besieged Sabang Sajanikanta College in protest. Indigenous people gather in front of the college on Tuesday. Warning that the siege program will continue indefinitely by tying the stage. Earlier, the leaders of Bharat Zakat Majhi Pargana Mahal had backed away from the administration’s assurance by calling for siege. College authorities have suspended Professor Nirmal Bera.
However, the demands of the tribal organizations arrested and expelled. Papia Mandi, a professor at Sabang College in West Midnapore district, has been accused of being subjected to various forms of communal insults by Dr Nirmal Bera, a Bengali professor at the same college. According to the organization, the professor made insulting remarks almost all the time. And Principal Tapan Dutt would help. As a result, Papia Mandi became emotionally disturbed.
Papia Mandi wrote letters to several organizations, including college authorities and the university’s vice-chancellor, seeking redress. Professor Samhati Mancha has given deputation to VC protesting the incident. This time Bharat Zakat Majhi Pargana Mahal, a social and cultural organization of indigenous tribes is on the path of direct conflict. The organization has started a program of indefinite siege of West Midnapore District Sabang Sajanikanta College.
The organization demanded the arrest and expulsion of Sabang College Professor Nirmal Bera and Principal Tapan Dutt. As long as this demand is not met, the siege program will continue. This kind of behavior from a person with a prestigious profession like teaching in a higher education institution is highly undesirable and reprehensible, said some professors. Sanatan Hemram, a leader of the tribal organization, said that while maternity leave was given to other professors for six months, papaya time was given for four and a half months. The principal also mentally tortured as a tribal.