Suvendu Adhikari
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ‘মমতা বন্দ্যোপাধ্যায় একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রী’, মেদিনীপুরে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে এসে এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই ব্যাঙ্কে অনাস্থা প্রস্তাব এনে চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু অধিকারীকে সরানো হয়েছিল। বিজেপিতে যোগদানের প্রায় দু’বছর পর মঙ্গলবার এই ব্যাঙ্কের সাধারণ সভায় হঠাৎ উপস্থিত হলেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন:- লাদাখে পথ দুর্ঘটনায় মৃত্যু পূর্ব মেদিনীপুরের এক CRPF জওয়ানের
আরও পড়ুন:- এক বছরে পাঁচবার ক্ষতির মুখে পশ্চিম মেদিনীপুরের কৃষকরা
সভাতে যোগ দিয়ে তাঁর দাবি, “আমি এখনো পরিচালক। ব্যাঙ্কের নিয়ন্ত্রক। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সরানোর পূর্ণ চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। তিনি সমবায় ব্যবস্থার কিছু জানেন না, অশিক্ষিত মুখ্যমন্ত্রী।” জানা গিয়েছে, এর আগে ৫ বার নোটিস করে ডাকার পরেও শুভেন্দু অধিকারী উপস্থিত হন নি ৷ এরপরে শেষবার নোটিস করতে তিনি হাজির হন। মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ হঠাৎ বিদ্যাসাগর ব্যাঙ্কে উপস্থিত হয়েছিলেন।ব্যাঙ্কের বর্তমান চেয়ারম্যান প্রদীপ পাত্র বলেন, “ব্যাঙ্কের কাজকর্ম নিয়ে জরুরি ভিত্তিতে তিন দিনের নোটিশে বৈঠক ডাকা হয়েছিল।
Suvendu Adhikari
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে ওসি’ র নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা আদায়ের চেষ্টা, তদন্তে পুলিশ
আরও পড়ুন:- বিনা অনুমতিতে বাড়িতে সাবমারসিবল, অভিযান চালাল মেদিনীপুর পৌর প্রশাসন
যেখানে শুভেন্দু অধিকারীকেও নোটিশ দেওয়া হয়েছিল। গত ৫ বার ডাকার পরেও তিনি উপস্থিত হয়েছিলেন না। তবে আজ হঠাৎ উপস্থিত হয়ে নিজের উপস্থিতি স্বাক্ষর করার পর সরকার বিরোধী বিভিন্ন রকম মন্তব্য করার চেষ্টা করেছেন। সেই সাথে বিভিন্ন প্রকল্পের টাকা যাতে কোনো অনৈতিক ভাবে বিলি না হয় সে বিষয়েও জানিয়েছেন। তবে তিনি মুখ্যমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করেছেন তা অসংসদীয় কথা। মুখ্যমন্ত্রীর হাত ধরেই শুভেন্দু অধিকারীর উত্থান। এধরনের মন্তব্য করলে তাঁকে লোক বোকা কালিদাস বলবে।”
আরও পড়ুন:- দুদিনের বৃষ্টিতেই বন্যা পরিস্থিতি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে, দুর্ভোগ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Suvendu Adhikari
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: “Mamata Banerjee is an uneducated chief minister,” said Suvendu Adhikari, Leader of the Opposition at the Vidyasagar Central Co-operative Bank in Midnapore. As a result, Suvendu Adhikari was removed from the post of chairman by bringing a no-confidence motion in the bank. After that, Suvendu Adhikari suddenly appeared at the general meeting of the bank on Tuesday, almost two years after joining the BJP.
Joining the meeting, he claimed, “I am still the director. The bank’s regulator. Mamata Banerjee tried her best to remove me but could not. She does not know anything about the cooperative system, the uneducated chief minister.” It is learned that Suvendu Adhikari did not show up even after calling 5 notices before He then appeared for the last time to take notice. He suddenly appeared at the Vidyasagar bank around 12.30 pm on Tuesday. Pradeep Patra, the current chairman of the bank, said The meeting was called on a three-day notice on an urgent basis
Where notice was also given to Shuvendu Adhikari. He did not show up even after being called 5 times. However, after suddenly appearing today and signing his presence, the opposition has tried to make various comments. He also said that money for various projects should not be distributed in any unethical manner. However, his remarks about the Chief Minister are unparliamentary. The rise of Suvendu Adhikari by the hands of the Chief Minister. People will call him a fool Kalidas if he makes such a comment. “