Jawad Cyclone
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় (Cyclone) জাওয়াদ। বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে সপ্তাহান্তেই, বঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দুর্যোগের আশঙ্কায় এখন থেকেই সতর্কতামূলক পদক্ষেপ করা শুরু করেছে প্রশাসন। সপ্তাহান্তে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। যার জন্য ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে প্রশাসন। মাইকে চলছে প্রচার। পর্যটক ও মৎস্যজীবীদের জন্য রয়েছে বাড়তি সতর্কতা।
আরও পড়ুন:- ক্ষতি এড়িয়ে বর্ধমান ও বাঁকুড়া দাপানো হাতির পালকে সরাতে পথ খোঁজা শুরু মেদিনীপুর বনবিভাগের
আরও পড়ুন:- এবার পশ্চিম মেদিনীপুরে খোয়াড় পাহারায় সিভিক ভলান্টিয়ার, চিকিৎসায় ডাক্তার
এদিকে ‘জাওয়াদ’ এর জেরে আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দুই উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়েরও সম্ভাবনা রয়েছে। শনিবার পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরে। এই পরিস্থিতিতে সমুদ্রে মাছ ধরতে যাওয়া সমস্ত ট্রলার, বোট এবং নৌকাগুলিকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। মৎস্যজীবীদের দ্রুত তীরে ফিরতে বলা হয়েছে।
আরও পড়ুন:- কাঁথিতে বিরোধী দলনেতার কর্মসূচি ফ্লপ বলে কটাক্ষ মৎস্যমন্ত্রী অখিল গিরির
ঝড়বৃষ্টিতে চাষের যাতে ক্ষতি না হয় সেই কারণে রবি শস্য দ্রুত তুলে নেওয়ার জন্যও প্রচার চালানো হচ্ছে। উপকূলবর্তী ব্লক এবং পুরসভাগুলিতে মোটরচালিত করাত, দড়ি, গামবুট, হেলমেট, টর্চ ইত্যাদি সামগ্রী বিলি করা হয়েছে। ইতিমধ্যে দীঘায় মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। উল্লেখ্য, আগামী শনি, রবি ও সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদেরও সমুদ্র নামতে নিষেধ করা হয়েছে। দিঘা, মন্দারমনি, তাজপুর, শঙ্করপুর সহ সমুদ্রতটগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
ওয়াচ টাওয়ার থেকেও নজরদারি চলবে। পাশাপাশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলিকেও সচল করা হয়েছে।তবে আমপান এবং ইয়াসের জোড়া ক্ষত সারিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দিঘা-সহ পূর্ব মেদিনীপুর। এর মাঝেই আবার ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা। বৃহস্পতিবার দিঘা এবং সমুদ্র তীরবর্তী গ্রামগুলিতে প্রচার চালানো হয় প্রশাসনের তরফে। জাওয়াদ মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলা করতে সবরকম প্রস্তুতি আমরা নিয়েছি। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের যে অভিমুখ আছে, সেই অনুসারে ঘূর্ণিঝড়টি শনিবার ভুবনেশ্বরে আছড়ে পড়বে। তবে তার যথেষ্ট প্রভাব পড়বে দিঘা ও সংলগ্ন অঞ্চলে।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে বন্যায় কৃষি জমির ওপর বালির স্তর, বালির চালান কেটে সরানোর নির্দেশ প্রশাসনের
তাই শনি, রবি ও সোমবার সমুদ্র উত্তাল থাকতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এই তিনদিন পর্যটকেরা যাতে সমুদ্রস্নানে না যায় সে ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে সমস্ত মৎস্যজীবী সমুদ্রে ট্রলার নিয়ে গিয়েছিলেন, তাঁদেরও আজ সন্ধ্যার মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। এছাড়া অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে চাষের বড় ক্ষতি হতে পারে। বিশেষত, রবিশস্যের। তাই গত তিনদিন ধরে পাকা ধান কেটে নেওয়া, ফসল তুলে নেওয়ার ব্যাপারে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে। সাইক্লোন সেন্টারগুলিও তৈরি রাখা হয়েছে।’ ইতিমধ্যে উপকূলবর্তী এলাকা রামনগর , কাঁথি , এগরা , পটাশপুর সহ বিস্তীর্ণ এলাকায় ব্লক প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যে ঘূর্ণিঝড় নিয়ে মাইকিং প্রচার শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন:-নদীয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনার পরই ফের পথ নিরাপত্তা কর্মসূচী মেদিনীপুরে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Jawad Cyclone
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: Cyclone Jawad is making my eyes water. The meteorological department has forecast heavy rains in the coastal districts of Bengal over the weekend due to the cyclone that formed in the Bay of Bengal. The administration has already started taking precautionary measures in case of disaster. Heavy rain forecast for coastal districts of the state on weekends. For which the administration has already issued a warning. Mike is promoting. There are additional precautions for tourists and fishermen.
Meanwhile, the meteorological department has forecast strong winds and rain in different districts of South Bengal, including Kolkata, from next Saturday to Monday due to ‘Jawad’. The two coastal districts of East Midnapore and South 24 Parganas are also prone to thunderstorms. There is a possibility of heavy rain in East Midnapore on Saturday. With winds of 30-40 kmph. Scattered heavy rains are likely in West Midnapore. All trawlers, boats and boats that go to sea for fishing have been warned in this situation. Fishermen have been told to return to shore quickly.
In order to prevent any damage to the crops in the storm, a campaign is being carried out to pick up the rabi grains quickly. Motorcycle saws, ropes, gumboots, helmets, torches etc. have been distributed in coastal blocks and municipalities. The National Disaster Response Force (NDRF) has already been deployed in Digha. It is to be noted that fishermen have been banned from going to sea next Saturday, Sunday and Monday. Tourists have also been banned from entering the sea. Special surveillance has been arranged at beaches including Digha, Mandarmoni, Tajpur, Shankarpur.
Surveillance will also continue from the Watch Tower. Besides, the cyclone shelters have also been activated. In the meantime, the cyclone warning again. On Thursday, the administration conducted a campaign in Digha and coastal villages. East Midnapore district governor Purnendu Maji said the district administration was ready to deal with Jawad. “We are well prepared to deal with the cyclone,” he said. The cyclone will hit Bhubaneswar on Saturday, according to the direction of the cyclone so far. However, it will have a significant impact on Digha and adjoining areas.
Therefore, warnings have been issued that the sea may be rough on Saturday, Sunday and Monday. Tourists have been banned from bathing in the sea for three days. The fishermen who took the trawler to sea have also been asked to return this evening. There is also a possibility of very heavy rain. As a result, there may be great loss of cultivation. In particular, rabi crops. So for the last three days, the locals have been warned by miking about harvesting and harvesting of ripe paddy. Cyclone centers have also been set up. ‘It is learned that cyclone miking campaign has already started in the coastal areas including Ramnagar, Kanthi, Egra, Patashpur at the initiative of block administration.