Drowned Death at Digha
পত্রিকা প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার সমুদ্রের জলে ডুবে পর্যটকের মৃত্যু। করোনার পরিস্থিতি কিছুটা শিথিল হতেই দিঘাতে পর্যটকে ঢল নেমেছে ।আর তারই মধ্যে জলে ডুবে মৃত্যু ঘটলো এক পর্যটক। এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরজুড়ে।জানা গিয়েছে, নদীয়ার কোতয়ালী থানা এলাকা থেকে ৮ জন বন্ধু মিলে গতকাল দিঘায় বেড়াতে আসে।এরপর বিকাল ৫ টা নাগাদ তারা নিউ দিঘার ক্ষণিকা ঘাটে স্নান করতে নামেন তখনই তাদের মধ্যে একজন যুবক তলিয়ে যায় বলে জানা গেছে। তবে তার বন্ধু বান্ধবীরা তাকে খোঁজাখুঁজি করে দেখতে না পেয়ে দিঘা থানায় এসে জানায় সমুদ্রে স্নান করে উঠে এসেছিল পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন:- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে সরল ‘মা’ ক্যান্টিন
আরও পড়ুন:- মা’কে খুঁজতে গিয়ে জলে ডুবে মৃত্যু শিশুর, পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীর ঘটনায় চাঞ্চল্য
আরও পড়ুন:- নিষেধ থাকা সত্ত্বেও মেদিনীপুর শহরে প্রবেশ করে গুলি চালাল মোটা রাজা, ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের
এরপর তারা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। তবে অনেকের ধারণা ছিল হয়তো সে বাড়ি ফিরে গেছে। তবে আজ, রবিবার সকাল দশটা নাগাদ উড়িষ্যার উদয়পুর ঘাটে রীতমের মৃতদেহ ভেসে ওঠে পরে উড়িষ্যা পুলিশ তার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দিঘা পুলিশ তার বন্ধুদের উড়িষ্যায় পাঠিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে , মৃত যুবকের নামরীতম সাধুখা (২৩)। তার বাড়ি নদীয়ার কোতয়ালী থানা এলাকায়।
আরও পড়ুন:- বালিচক-ডেবরা পুরসভা গঠন সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠাল রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Drowned Death at Digha
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore