Dam
আরও পড়ুন ঃ– ফের অগ্নিকাণ্ড শিল্পনগরী হলদিয়ায় ! আতঙ্কিত কর্মীরা
পত্রিকা প্রতিনিধি: সর্বকালের রেকর্ড ভেঙে পশ্চিম মেদিনীপুর(Paschim Medinipur) জেলাতে একদিনে ৩১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে, কয়েকদিনে প্রায় ১০০০ মিলিমিটার। যে কারণে রাজ্যে মোট ১৭৮ কিমি নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় ১৩০ কিমি। পশ্চিম মেদিনীপুর জেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতেই দ্রুত বাঁধ গুলি মেরামত করতে বৈঠকে বসলেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র(Soumen Mahapatra)। গত দু’দিন ধরে রাজ্যের চার মন্ত্রী জেলার কেশপুর(Keshpur), চন্দ্রকোনা(Chandrakona), ঘাটাল(Ghatal) এলাকা পরিদর্শন করে রিপোর্ট জমা দেন সেচ মন্ত্রীকে। শুক্রবার দুপুরের পর মেদিনীপুর সার্কিট হাউসে ক্ষতিগ্রস্ত এলাকার প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন সৌমেন মহাপাত্র। রাজ্যের চার মন্ত্রীর দেওয়া তথ্য নিয়ে এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে।
আরও পড়ুন ঃ– সিপিএমের প্রাক্তন কাউন্সিলর ও কো অর্ডিনেটরের বিরুদ্ধে শরিক সংগঠনের পোস্টার ঘিরে চাঞ্চল্য খড়্গপুরে
Dam
সামগ্রিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো মেরামত করার জন্য সেচ দপ্তরের অধীনে যে অংশগুলো পড়ে সেগুলো নিয়েই মূলত আলোচনা করা হয়েছে। বৈঠকে মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, “রাজ্যে মোট ১৭৮ কিমি নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পশ্চিম মেদিনীপুরে ১৩০ কিমি। যার বেশিরভাগটাই পুরনো জমিদারি বাঁধ। আমি দায়িত্ব নিয়েই ইতিপূর্বেই অনেক বাঁধ মেরামত করেছিলাম। যে কারণে বড় ক্ষতি হওয়া থেকে রক্ষা পেয়েছে।” তিনি জানান, ঘাটাল বা পার্শ্ববর্তী এলাকায় নদী বাঁধ ভেঙে যাওয়ার কারণে প্লাবিত হয় নি। অতিরিক্ত বর্ষণ জনিত কারণে এই চিত্র। সর্বকালের রেকর্ড ভেঙে পশ্চিম মেদিনীপুর জেলাতে একদিনে ৩১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে, কয়েকদিনে প্রায় ১০০০ মিলিমিটার। রাজ্যজুড়ে গড় করলে প্রতিদিন ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যার ফলস্বরূপ এই ঘটনা।”
আরও পড়ুন ঃ– মেদিনীপুর শহর লাগোয়া ভাদুতলায় লরির ধাক্কায় মৃত্যু হল যুবকের
এদিন কেন্দ্র ও বিরোধী দলনেতা শুভেন্দুকে তোপ দাগেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। তিনি বলেন, “বর্তমান যিনি বিরোধী দলনেতা তিনি অনেক কথাই বলছেন। তিনি নিজে এক সময় এই বিভাগের মন্ত্রী ছিলেন সবটাই জানেন। তারপরেও যা বলছেন তা আসলে দলকে সন্তুষ্ট করতে মিথ্যে কথা। ডিভিসির জল ধারণ ক্ষমতা কমেছে, তাই জল বাড়লেই আমাদের রাজ্যের ওপর দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এই সমস্যা সমাধানের অনীহা কেন্দ্রের। প্রধানমন্ত্রী স্বীকার করলেও তার দলের এই বিরোধী নেতা তাকে চ্যালেঞ্জ করে উল্টো কথা বলছেন। মানুষ এটার জবাব দেবে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Dam
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore