autumn
আরও পড়ুন ঃ– আস্থা দিদিতেই ! নিয়োগের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের
শিশির চক্রবর্তী : তেত্রিশ বছর পূরণ করে চৌত্রিশে পা দেওয়ার গৌরবময় দিনটিতেই বিগত বছরের মতো Biplabi Sabyasachi-র ১৪২৮ এর শারদ সংখ্যা প্রকাশিত হল এবারও। কবির অতিভারী আবহে ৪ আগস্ট বুধবার সন্ধ্যায় বর্ষপূর্তি ও শারদ সংকলন প্রকাশ করা হলো একেবারে পত্রিকা পরিবারের সদস্যদের নিয়েই এক ক্ষুদ্র আয়োজনের মধ্যে। উপস্থিত ছিলেন Biplabi Sabyasachi-র প্রধান পরামর্শদাতা সাহিত্যিক অসীত দত্ত শুভানুধ্যায়ী প্রতাপ কুমার ঘোষ সহ পরিবারের সদস্যরা সংক্ষিপ্ত প্রারম্ভিক বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক নিশীথ কুমার দাস(Nisith Kumar Das)। এছাড়াও কিছু কথা তুলে ধরেন সাংবাদিক শিশির চক্রবর্তী (Sisir Chakraborty)l প্রতাপবাবু করোনা মহামারির সময়েও যেভাবে Sabyasachi সমস্ত ধরনের সংবাদ নিয়ে নিয়মিত প্রকাশিত হচ্ছে তাকে সাধুবাদ জানান।
autumn
আরও পড়ুন ঃ– “মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী না হলে Ghatal Master Plan অসম্ভব”: দেব
আরও পড়ুন ঃ– প্রায় দশ কিলোমিটার নদীতে সাঁতরে পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপালে এসে উঠল হাতির পাল, ক্ষোভ বনদফতরের বিরুদ্ধে
সম্পাদকীয় ভাষণে নিশীথ কুমার দাস পত্রিকার বিগত পথ চলার ইতিহাস সংক্ষিপ্ত আকারে তুলে ধরে বলেন, Biplabi Sabyasachi-র বিরামহীন পথ চলার পিছনে নিবিড় সহযোগিতার জন্য সমস্ত শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, গ্রাহক-গ্রাহিকা, পাঠক-পাঠিকা, সাংবাদিক, সংবাদকর্মী ও পত্রিকা বাহকদের জানাই কৃতজ্ঞতা ও অভিনন্দন। একই সঙ্গে যেসব লেখক পত্রিকায় ও এবারের শারদ পত্রিকায় অমূল্য লেখা দিয়ে সহযোগিতা ও সহমর্মিতার পরিচয় দিয়েছেন, তাঁদেরও সুগভীর কৃতজ্ঞতা জানাই।
সবশেষে অসিত দত্ত তাঁর অভিভাষণে বিপ্লবী সব্যসাচীর ৩৩ বছর পূর্তির গৌরবময় দিক এবং আগামী দিনে আরও সমৃদ্ধ পত্রিকা প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সম্পাদকসহ সকলের প্রতি আহ্বান জানান । এছাড়া অতীতও বলেন বিপ্লবী সব্যসাচীর এখন কেবল মুদ্রণ সংস্করণ নয় সম্পাদক পুত্র অরিজিৎ দাসের(Arijit Das) বলিষ্ঠ পরিচালনায় পত্রিকার অনলাইন সংস্করণে বিপুল জনপ্রিয়তার বিষয়টি উল্লেখ করেন ।সংক্ষিপ্ত অনুষ্ঠানে ঐতিহ্য মেনে উপস্থিত সকলে শারদ পত্রিকা প্রলাশ করেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Autumn
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore