flooding
আরও পড়ুন ঃ–পশ্চিম মেদিনীপুরে ১১০ জন প্রাক্তন মাওবাদী চাকরি পাচ্ছেন স্পেশাল হোমগার্ডে
পত্রিকা প্রতিনিধি: টানা বৃষ্টির পর জলের তোড়ে মেদিনীপুর সদর (Medinipur Sadar) ব্লকে ভাভলো তৃণমূলের কার্য্যালয়। কয়েকদিনের প্রবল বর্ষণে জেলায় কৃষিজমি ক্ষতির পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ির। গোটা জেলা জুড়ে প্রচুর ঘরবাড়ি ভেঙেছে, বাড়ির দেওয়াল পড়ে গিয়েছে। এখনো বহু জায়গায় বৃষ্টির জল পেয়ে মাটির দেওয়াল নরম হয়ে রয়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) গড়বেতায় (Garhbeta) দেওয়াল চাপা পড়ে এক মহিলার মৃত্যুর ঘটনাও ঘটেছে।
এবার মেদিনীপুর সদর ব্লকে জলের তোড়ে ভেঙে পড়লো তৃণমূলের কার্য্যালয়। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ মেদিনীপুর সদর ব্লকের বিশ্রীপাট (Bishripath) এলাকায়। দেখা গিয়েছে, জলের তোড়ে ভেঙে গুড়িয়ে যায় কার্য্যালয়টি। ইঁটের দেওয়াল ও অ্যাসবেসটসের ছাউনি দেওয়া ওই কার্য্যালয়টি স্থানীয় জলের ক্যানেলের পাশে তৈরি করেছিল। স্থানীয়রা জানান, প্রবল বর্ষণে বৃষ্টির জল গ্রামের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে। ওই কার্য্যালয়টির পাশে একটি ক্যানেল রয়েছে জল যাওয়ার জন্য। জল বৃদ্ধি পাওয়ায় কার্য্যালয়টির দেওয়ালের গোড়ার মাটি ধুয়ে যায়। দু-তিনদিন ধরে ক্রমশ মাটি ক্ষয়ে যাচ্ছিলো। ফলে কার্য্যালয়ের দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা বলেন, কার্য্যালয়টি ২০১৮ সালে তৈরি হয়েছিলো। এখান থেকেই বুথে দলের কাজকর্ম হতো। কার্য্যালয়টি ভেঙে যাওয়ায় চিন্তায় পড়েছেন। যদিও তারা বলেন দ্রুত কার্য্যালয়টি সারিয়ে তোলা হবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
flooding
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore