Jhargram College
আরও পড়ুন ঃ–করোনাকালে ছাত্র স্বার্থে পদক্ষেপ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের, ষষ্ঠ সেমেস্টারের ফি সম্পূর্ন মুকুব
পত্রিকা প্রতিনিধি: পূর্বেই রাজ্য আরও ৬ টি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Medical College And Hospital) তৈরির কথা ঘোষণা করে । ৬ টি জেলার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) ,ঝাড়গ্রাম (Jhargram) , হুগলি (Hooghly), উত্তর ২৪ পরগণা (North 24 Paragana) ,উলুবেড়িয়া (Uluberia) ও জলপাইগুড়ি (Jalpaiguri)।
হুগলির আরামবাগে (Arambagh) হবে প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Prafulla Chandra Sen Medical College) , পূর্ব মেদিনীপুরের তমলুকে হবে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ (Tamralipta Medical College) ও হাসপাতাল, উত্তর ২৪ পরগনার বারাসতে (Barasat) হবে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল 9Barasat Medical College And Hospital), ঝাড়গ্রামে হবে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Jhargram Medical College And Hospital), উলুবেড়িয়ায় (Uluberia) হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Sarat Chandra Chatterjee Medical College and Hospital) , জলপাইগুড়িতে হবে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Jalpaiguri Medical College and Hospital) ।
এবার চলতি শিক্ষাবর্ষে (Session)ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে পঠন-পাঠন শুরু হতে চলেছে। আজ শনিবার তার চূড়ান্ত পর্যবেক্ষণে ঝাড়গ্রামে আসেন স্বাস্থ্য দফতরের তিন সদস্যের প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন মেডিক্যাল স্ট্যান্ডিং কমিটির (Medical Standing Committee) সদস্য খগেন্দ্রনাথ মাহাতো (Khagendranath Mahata)। এই দল প্রথমে ঝাড়গ্রাম স্পেশালিটি হাসপাতালের (Jhargram Speciality Hospital) বিভিন্ন ওয়ার্ড সহ নার্সিং কলেজ (Nursing College) ঘুরে দেখেন। এরপরেই পরিদর্শনে যান ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের নতুন ক্যাম্পাসের (Campus) নির্ধারিত জায়গায়। সেখানের সমস্যা গুলি অবিলম্বে লিখে জানানোর নির্দেশ দেওয়া হয়। এরপরেই বৈঠকে বসেন অ্যাডিশনাল সেক্রেটারি (Additional Secretary) রত্নাকর রাও (Ratnakar Rao), মেডিক্যাল স্ট্যান্ডিং কমিটির সদস্য ডা: খগেন্দ্রনাথ মাহাতো ও প্রতিনিধি দলের সদস্যরা। ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ (Ex-MP) উমা সরেন (Uma Soren) জানান , এই বৈঠকে ছিলেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা (State Health Education Officer) দেবাশিষ ভট্টাচার্য (Debasish Bhattacharhee) ও এন আর এস হাসাপাতালের (N.R.S Hospital) অধ্যক্ষ শৈবাল কর মুখার্জি (Saibal Kar Mukherjee) ও অজয় কুমার (Ajay Kumar)।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Jhargram College
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore