Golbazar
আরও পড়ুন ঃ–বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবন্ধী তরুণীর সাথে একাধিকবার সহবাসের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেপ্তার যুবক
পত্রিকা প্রতিনিধিঃ সাতসকালে আবারও গুলির শব্দে কেঁপে উঠল রেল শহর খড়গপুর(Kharagpur)। শহরে মধ্যে থাকা একটি এটিএম(ATM)-এ টাকা ভরতে যাওয়ার সময় দুষ্কৃতীদের থেকে লুঠের চেষ্টা রুখতে গিয়ে আহত হলেন এক ব্যাঙ্ককর্মী ও নিরাপত্তারক্ষী(Security guard)। জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল খড়গপুর (Kharagpur) শহরের গোলবাজার(Golbazar) সংলগ্ন এলাকায় একটি এটিএম(ATM)-এ টাকা ভরতে যাওয়ার সময় বেসরকারি সংস্থার গাড়ি আটকায় কয়েকজন দুষ্কৃতী।
এরপর ওই গাড়িটিকে লক্ষ্য করে অন্তত ৪ রাউন্ড এলোপাতাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা।আর সেই গুলি আঘাতে আহত হয় ওই বেসরকারি সংস্থার এক নিরাপত্তা কর্মী ও একজন ব্যাঙ্ক কর্মী। আর এই ঘটনার খবর পেয়ে খড়গপুর টাউন থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্তে নেমে বেশ কয়েকটি গুলির খোল উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় আহত দুজনকে প্রথমে খড়গপুর (Kharagpur) মহকুমা হাসপাতালে(Hospital) ভর্তি করা হয়। তবে পরে তাদের অবস্থার অবনতি হলে মেদিনীপুর (Medinipur) মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই ঘটনায় এখন ও কেউ গ্ৰেফতার হয়নি। তবে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালিয়েছে পুলিশ(Police)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আহত দুজন ব্যক্তি হলেন সোমনাথ সরকার মদন মোহন রায়। তবে গোটা ঘটনাটি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Golbazar
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore