Sand news
আরও পড়ুন ঃ–স্কুল কলেজের সামনে তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধে মেদিনীপুর শহরে অভিযান পুলিশের
পত্রিকা প্রতিনিধি: নাকা চেকিংয়ের জেরে লোড করা অতিরিক্ত বালি লরি চালকরা ফেলে দিচ্ছেন রাস্তার ধারে। তা নিতে তোড়জোড় স্থানীয়দের। জেলা জুড়ে অবৈধ বালি কারবার বন্ধে পুলিশের অভিযান চলছে। বসানো হয়েছে নাকা চেকিং পয়েন্ট। মেদিনীপুর সদরের কনকাবতীতে পুলিশের নাকা চেকিং পয়েন্ট রয়েছে। আটকানো হয় সমস্ত বালি বোঝাই লরি ও ট্রাক্টর। দেখা হয় বৈধ কাগজপত্র। ট্রাক্টর চললেও কয়েকদিন বন্ধ ছিল লরি চলাচল। এবার রাতে শুরু হয়েছে বালি গাড়ি চলাচলও।
অবৈধ ভাবে বালি পাচার ও ওভারলোড বন্ধ করার নির্দেশিকা দিয়েছে জেলা পুলিশ-প্রশাসন। তা দেখা হচ্ছে নাকাতে। লাগানো হয়েছে সিসি ক্যামেরা। অবৈধ বালি পাচার ও ওভারলোড রুখতে তৎপর গুড়গুড়িপাল থানার পুলিশ। বালির সিও-র সঙ্গে লরিতে লোড করা বালিও মেপে দেখছেন পুলিশ কর্মীরা। এর মধ্যেও বেশকিছু লরি ওভারলোড নিচ্ছে বলে অভিযোগ। ফলে সমস্ত লরি আটকে চলে চেকিং। চেকিং চললেই অতিরিক্ত বোঝায় করা বালি ফেলে দিচ্ছে। জানা গিয়েছে, নাকা চেকিংয়ে একটি লরি আটক করে সিও-র সঙ্গে বালির মাপঝোপ পুলিশ শুরু করলেই ফোন মারফত অন্যান্য লরির চালকরা জানতে পারেন। ফলে ওই নাকাতে পৌঁছানোর আগে অতিরিক্ত বালি ফেলে দিচ্ছে লোহাটিকরী, জামশোল সহ বিভিন্ন এলাকার রাস্তার ধারে। সেই বালি নিতে সকালে স্থানীয়দের তোড়জোড় লক্ষ্য করা গেছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Sand news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore