Hiran
আরও পড়ুন ঃ–মেদিনীপুরবাসীর জন্য প্রতিদিন তিন কোটি লিটার পানীয় জল সরবরাহের উদ্যোগ
পত্রিকা প্রতিনিধিঃ ভোটের(Vote) পর দেখা কয়েকদিন মিললেও তারপর এলাকা থেকে নিখোঁজ বিধায়ক(MLA)।দেখা মিলছে না তারকা বিধায়কের। নিরুদ্দেশ বিধায়ক বলে এমনই এক হিরণের(Hiran) ছবি লাগানো পোস্টার পড়ল পশ্চিম মেদিনীপুর(West Medinipur)জেলার রেল শহর খড়গপুরে(Kharagpur)। তবে এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে গুঞ্জন। উল্লেখ্য, ২১ শে বিধানসভা নির্বাচনে খড়গপুর বিধানসভা কেন্দ্রে জয়লাভের পর খড়গপুর(Kharagpur) শহরে তেমন দেখা মেলেনি তারকা বিধায়কের। আর তারপর শুক্রবার খড়্গপুরের একাধিক জায়গায় হিরনের ছবি লাগানো পড়ল নিরুদ্দেশ পোস্টার । যা নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন , নির্বাচনের আগে বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় খড়্গপুর (Kharagpur) শহরের মানুষকে একাধিক কাজে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তারপর আজ শহরের বিভিন্ন প্রান্তে তার ছবি লাগানো নিরুদ্দেশ ছড়িয়ে পড়েছে। এই পোস্টার কে বা কারা লাগিয়েছে তা আমাদের জানা নেই। তবে যারা এই পোস্টার লাগিয়েছেন তারা সঠিক কাজ করেছেন। তাছাড়া খড়গপুর শহরের মানুষের জন্য বিধায়ক’কে খোঁজার দরকার আছে। খড়গপুর মানুষের জন্য তিনি কি সুরাহা করেন।
যদিও এবিষয়ে তৃণমূল(Tmc)অভিযোগ করেছে, “খড়গপুরের মানুষের কাছে নির্বাচনের আগে একাধিক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জিতেছেন বিজেপির(Bjp) বিধায়ক (MLA) হিরন্ময় চট্টোপাধ্যায়। তবে খড়গপুর শহরের মানুষেরা যে কষ্টে রয়েছে তা তিনি দেখতেই পারছেন না। তার নিজেরেই এলাকায় দেখা নেই।
অপরদিকে তৃণমূলের(Tmc)অভিযোগ অস্বীকার করে
মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির(Bjp)সহ সভাপতি অরূপ দাস বললেন, “ শাসকদলের নেতাদের নোংরামি ছাড়া আর কিছু নেই। এলাকায় এতো জনদরদী বিধায়ক হয় কিনা সন্দেহ। এখনো বিধায়ক তার এলাকার মানুষের জন্য দায়িত্ব পালন করে চলেছেন।তিনি সর্বদা মানুষের পাশে আছেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Hiran
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore