আরও পড়ুন ঃ–দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে শুভেন্দুর বাড়িতে CID
প্ত্রিকা প্রতিনিধিঃ মেদিনীপুর(Medinipur)-খড়্গপুরের (Kharagrpur)সংযোগে দ্বিতীয় সেতুর ভাবনা পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur Administration) জেলা প্রশাসনের। এনিয়ে বৈঠক হয়েছে। আয়ু কমছে মেদিনীপুর খড়গপুর শহরের সংযোগ রক্ষাকারী বীরেন্দ্র সেতুর।
বহু বছরের পুরনো এই সেতুটি দুর্বল হয়ে পড়ছে। মাঝেমধ্যেই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কোনরকমে সেতুটি অকেজো হয়ে পড়লে দু’দিকের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই সেতুর উপর দিয়েই ৬০ নম্বর জাতীয় সড়ক গিয়েছে। যানবাহনের চাপ প্রবল। ফলে নতুন করে সেতু তৈরির ভাবনা প্রশাসনের। পশ্চিম মেদিনীপুর জেলার উন্নয়ন নিয়ে পর্যালোচনা বৈঠক হয়েছে। সেখানে মেদিনীপুর-খড়গপুর শহরের সংযোগ রক্ষাকারী বীরেন্দ্র সেতুর পাশে দ্বিতীয় সেতু তৈরির প্রস্তাব উঠে এসেছে। জানা গিয়েছে এই প্রস্তাব জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া দিয়েছেন। আগামী দিনে দ্বিতীয় সেতুর পরিকল্পনা তৈরি করে রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Build bridge
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore