Admission fee
আরও পড়ুন ঃ–পশ্চিম মেদিনীপুরে বৈধ বালি খাদানে পুলিশি জুলুমের অভিযোগ ব্যবসায়ীদের
পত্রিকা প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে ক্লাস হয়নি, তাই ভর্তি ফি কমাতে হবে। এই দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তাল পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল উচ্চ বিদ্যালয়।
একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার প্রথম দিনই হাজির ছাত্র-ছাত্রীরা। সকাল ১১ টা থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হলেও ছাত্ররা কেউ ভর্তি হতে চাননি। তাদের দাবি, করোনা পরিস্থিতিতে কাজ না থাকায় পরিবারে আর্থিক অনটন। এই ৬০০ টাকা ভর্তি ফি কমাতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম ভৌমিক প্রথমে কমানো হবে না বলে জানালে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-ছাত্রীরা। প্রধান শিক্ষককের অফিস ঘিরে বসে থাকে তারা। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় গুড়গুড়িপাল থানার পুলিশ।
শ্রীপর্ণা কর্মকার, রুম্পা দাসরা বলে, “ভর্তি ফি কমানোর কথা বলতে গেলে প্রধান শিক্ষক বলেন ভর্তি হতে চাইলে হও, না হলে হতে হবে না। ভর্তি ফি কমানো হবে না।” তারপর বিক্ষোভ আরও জোরদার হয়। ছাত্র-অভিভাবক বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত প্রধান শিক্ষক গৌতম ভৌমিক জানান, “এমসি কমিটির মিটিং বসে সিদ্ধান্ত নেওয়া হবে ভর্তি ফি কমানোর। এখন আপাতত ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।” তবে বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষকের ব্যবহারে সন্তুষ্ট নন অভিভাবকরা। বিদ্যালয়ের এক শিক্ষকের সামনেই এক অভিভাবক বলেন,” আপনি তো অভিভাবকদের মানুষ বলেই মনে করেন না, ব্যবহার শিখুন। ওই অভিভাবকের অভিযোগ, উনি ক্লাসে ভালো পড়ান না, টিউশন পড়ান এখনও।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Admission fee
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore