পত্রিকা প্রতিনিধি : করোনা (Corona) আক্রান্তের সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে। তবুও পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা প্রশাসনের তরফ থেকে বাড়তি সর্তকতা জারি করা হয়েছে। সকাল থেকেই তমলুকের বড় বাজারে নজরদারি অভিযান শুরু করে জেলা পুলিশ প্রশাসন।
অভিযানে ছিলেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক সুদীপ্ত পোড়েল, মহকুমা শাসক প্রণব কুমার সাঙ্গুই,তমলুক মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস, তমলুক থানার আইসি সহ অন্যান্য আধিকারিকেরা ।বাজারে ক্রেতা-বিক্রেতা উভয় কেই মুখে মাস্ক পরার পরামর্শ দেন।আধিকারিকরা মাইকিং করে সকলকে সতর্ক করেন।তমলুক (Tamluk)বড়বাজার সেরে শহীদ মাতঙ্গিনী ব্লক এর নোনাকুড়ি বাজারে অভিযান চালায় জেলা প্রশাসন।করোনা সংক্রমনের গতি কমাতে রাজ্য জুড়ে কড়া বিধিনিষেধ বহাল রয়েছে।
সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।কিন্তু এদিন বাজারে গিয়ে জেলা প্রশাসনের কর্তারা দেখতে পায় অন্য চিত্র।বেলা ১১ টা পেরিয়ে গেলেও বাজার খোলা রয়েছে।এবং কারো মুখে মাস্ক নেই।জেলা প্রশাসন জানিয়েছে আগামীকাল থেকে এভাবে একই ছবি দেখা গেলে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন।অযথা বাড়ির বাইরে বেরোলে তাদের বোঝানোর চেষ্টা করছেন জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন।প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে করোনা ভাইরাসের আক্রান্তদের মৃত্যুর সংখ্যা যা রয়েছে।তৃতীয় ঢেউয়ে (Corona Third Wave) মৃত্যুর সংখ্যা বাড়তে পারে এমনটাই উদ্বেগ প্রকাশ করছেন জেলা প্রশাসন।সেজন্য জেলা জুড়ে রবিবার থেকে জেলা প্রশাসন বাড়তি সতর্কতা জারি করেছে।
অপরদিকে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) শালবনীতে (Salboni) প্রায় ৩৮ জনকে আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১৪ জনকে বলে জানা যায় পুলিশ সূত্রে। গত রবিবার পুলিশ অভিযান করে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) পিড়াকাটা (Pirakata) বাজার থেকে বেশ কয়েকজন মাস্ক বিহীন যুবককে পুলিশ আটক করেছে।
করোনা অতিমারি থেকে রেহাই পেতে মাস্ক ব্যবহার করা সহ বেশ কিছু নিয়মের কথা বলেছে স্বাস্থ্য দফতর। প্রথম প্রথম সেই মতো প্রায় সকলকেই মাস্ক ব্যবহার করতে দেখা গিয়েছিল। কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পর অনেককেই মাস্ক ছাড়াই দেখা যাচ্ছে। হাটে বাজারে ,চা দোকানে এমন চিত্র রোজ দেখা যাচ্ছে। কেউ আবার মাস্ক ব্যবহার করলেও তা যথাযথভাবে ব্যবহার করছেন না। নাক মুখের নিচে মাস্ক ঝুলিয়ে রাখছেন মাত্র। তাই আজ থেকে মাস্ক ব্যবহার না করলে গ্রেফতার করার কথা জানিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা।