পত্রিকা প্রতিনিধি : সবুজসাথীর সাইকেল নিতে গেলে দিতে হবে টাকা, এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা পাঁশকুড়ার (Panskura)একটি স্কুলে। প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ অভিভাবকদের একাংশর। তবে সাইকেলগুলি গোডাউন থেকে স্কুলে আনার খরছ টাই নেওয়া হয়েছে, সাফাই প্রধান শিক্ষকের।ছাত্র ছাত্রীরা যাতে স্কুলে ভালভাবে যাতায়াত করতে পারেন সেজন্য সবুজসাথী প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত্য সকলকেই বিনামূল্যে সাইকেল দিচ্ছেন। অথচ সেই সাইকেল পেতে এবার প্রাপকদের কাছ থেকে ২০০ টাকা করে চাওয়ার অভিযোগ।
পাঁশকুড়ার প্রতাপপুর হাই স্কুলের (Panskura Pratappur High School) এমন ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। স্কুলের তরফে কয়েকদিন আগে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়, ২৫শে জুন থেকে পাঁশকুড়ার কিষাণমান্ডী থেকে ছাত্র ছাত্রীদের সবুজসাথী প্রকল্পের সাইকেল দেওয়া হবে। কিন্তু স্কুল বন্ধ থাকায় অধিকাংশ অভিভাবক তারা জানতে পারেননি। আজকে তারা জানার পর স্কুলে আসেন। স্কুলে আসতে তাদের প্রথমে বলা হয় ২০০ টাকা করে দিতে হবে। যা নিয়ে স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ। অভিভাবকদের দাবি, এরপর ২০০ এর বদলে তাদের ১০০ টাকা করে দিতে বলা হয় ।তবে লকডাউনের সময় এইভাবে স্কুল কর্তৃপক্ষ টাকা চাওয়ায় রীতিমতো ক্ষুব্ধ অভিভাবকরা।টাকা নেওয়ার বিষয়টি মেনে নিয়েছেন প্রধান শিক্ষক প্রকাশ ধাড়া।তার সাফাই সাইকেলগুলি যেখানে ছিল সেখান থেকে নিয়ে আসতে মজুরি, আনার খরছ বাবদ এই টাকা নেওয়া হয়েছে।