পত্রিকা প্রতিনিধিঃ আবারও এক হোটেল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ল পূর্ব মেদিনীপুর জেলার নিউ দিঘায়(Digha)। তবে এরাজ্যে লকডাউন (Lockdown)জারি থাকায় প্রায় পর্যটক শুন্য দিঘায়(Digha) হোটেলগুলিও কার্যত পর্যটক শূন্য৷ ফলে বড় বড় হোটেলে বহু ঘরই ফাঁকা থাকছে৷ আর সেই সুযোগেই হোটেলের ঘরের মধ্যে মাত্র কয়েকদিনের মধ্যেই দু’ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল৷ তবে একের পর এক হোটেলে(Hotel) মৃতদেহ উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন থেকে স্থানীয় বাসিন্দারা।
হোটেল কর্মী সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে অন্য এক হোটেল ছেড়ে নিউ দিঘার(Digha) ” ওশিয়ানা(Oceania) ” হোটেলে সাফাই কর্মীর কাজে যুক্ত হন শ্রীকৃষ্ণ। আর এরপর শুক্রবার সন্ধ্যায় ওই হোটেলের কর্মীরা একত্রিত হয়ে গল্প করছিলেন।তবে হঠাৎই করে ওই হোটেল কর্মী শ্রীকৃষ্ণ পেটে ব্যথা অনুভব করছে বলে বাথরুমে চলে যায়। কিন্তু ঘন্টাখানেক সময় চলে গেলেও বাথরুম থেকে তার ফিরে আসা না দেখে অন্য দুজন হোটেল কর্মী ছুটে গিয়ে তার ঘরের দরজা খুলে দেখেন শ্রীকৃষ্ণ সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়েছে। আর এই ঘটনা জানাজানি হতেই হোটেলের বাকি কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করে দিঘা(Digha) স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।আর এই ঘটনার খবর পেয়ে দিঘা(Digha) থানার পুলিশ(Police)মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তবে এই হোটেল(Hotel) কর্মীর মৃত্যু আত্মহত্যা নাকি খুন তা জানতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে , মৃত হোটেল কর্মীর নাম শ্রীকৃষ্ণ কামিল্যা (৪২)। তার বাড়ি এগরা(Egra) থানার বোলকুশদা গ্রামে। ইতিমধ্যে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।