পত্রিকা প্রতিনিধি: হাসপাতালের বর্জ্য ফেলার ডাম্পিং গ্রাউন্ড নিয়ে বিক্ষোভ-প্রতিবাদ মেদিনীপুর শহরের (Midnapore Town) কুইকোটা এলাকায়। ডাম্পিং গ্রাউন্ড (Dumping Ground) নিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে রাস্তা অবরোধ করলেন স্থানীয়রা। যানজট তৈরি কুইকোটা এলাকায়।
মেদিনীপুর শহরের (Paschim Medinipur) কুইকোটা (kuikota) এলাকাতে রয়েছে ‘আয়ুস’ করোনা চিকিৎসার হাসপাতাল। এই হাসপাতালটি লোকালয় থেকে কিছুটা দূরে ফাঁকা মাঠের প্রান্তে তৈরি। হাসপাতালের পেছনে একটি ডাম্পিং গ্রাউন্ড করা রয়েছে। যেখানে ওই হাসপাতাল ছাড়াও মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের (Midnapore Medical College And Hospital) বিভিন্ন বর্জ্য সামগ্রী ফেলা হয়। এই ডাম্পিং গ্রাউন্ড নিয়ে সমস্যা স্থানীয়দের মধ্যে।
স্থানীয় উদয়পল্লী এলাকার বাসিন্দা নারায়ণ চন্দ্র বোস (Narayan Chandra Bose) বলেন, “এই হাসপাতালটি তৈরি হওয়ার পর এই হাসপাতাল ছাড়াও বিভিন্ন হাসপাতালের বর্জ্য সামগ্রী হাসপাতালের পিছনে একটি ডাম্পিং স্থানে রাখা হয়। কিন্তু সেটিকে ঢাকা দেওয়া বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। যে কারণে সেখান থেকে বর্জ্য সামগ্রি কুকুর মুখে করে নিয়ে লোকালয়ে গিয়ে ছড়ায়। এতে পাশাপাশি এলাকায় সংক্রমণের সম্ভাবনা তীব্র। তাই যতক্ষণ না এই ডাম্পিং গ্রাউন্ড প্রয়োজনীয় সমস্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ এখানে কোন বর্জ্য খেলতে আমরা দেবো না।” এই দাবি নিয়ে স্থানীয় লোকজন ডাম্পিং-এ আসা বর্জ্য ভর্তি ট্রাক্টর আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে যানজট পরিস্থিতি তৈরি হয় ওই হাসপাতালের সামনের রাস্তায়।