Jhargram news
আরও পড়ুন ঃ–মেদিনীপুর মেডিক্যালে তৈরী হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট, হল উচ্চপর্যায়ের বৈঠক
পত্রিকা প্রতিনিধি: প্রয়াত হয়েছেন ‘ঝুমুর সম্রাট’ বিজয় মাহাত। ২২ জুন (মঙ্গলবার) তাঁর প্রয়াণ দিবস পালন করল কুড়মি সমন্বয় মঞ্চ। ঝাড়গ্রামের ডিয়ার পার্কের কাছে স্মরণ সভা হয়। ছিলেন প্রয়াত বিজয় মাহাতর স্ত্রী বীনা মাহাত, কন্যা পম্পা মাহাত, কুড়মী সমন্বয় মঞ্চের শিবাজি মাহাত, অশোক মাহাতো সহ অন্যান্যরা। সভা থেকে দাবি তুলেছে প্রয়াত ‘ঝুমুর সম্রাট’ বিজয় মাহাত-র আবক্ষ মূর্তি স্থাপন ও ঝুমুর অ্যাকাডেমি গড়ার। এক সময় অ্যাকাডেমির দাবি তুলেছিলেন বিজয় মাহাত নিজেও।
ভারতের প্রাচীন লোকসঙ্গীত ঝুমুর। টানা সাড়ে তিন দশক ঝুমুর গানের আকাশে বিজয় মাহাত জ্যোতিষ্ক! বাংলা-বিহার-ঝাড়খণ্ড-ওড়িশার শ্রোতারা এক ডাকে চেনেন ‘ঝুমুর সম্রাট’ বিজয় মাহাতকে। শ্রোতারাই ভালবেসে ‘ঝুমুর সম্রাট’ উপাধি দিয়েছেন তাঁকে। জঙ্গমহলের খেটে খাওয়া দরিদ্র মূলবাসীদের মনের সুখ দুখ, আনন্দ-বেদনা-বিরহ-যন্ত্রণার কথা ফুটে ওঠে তাঁর ঝুমুর গানের মধ্যে। ব্রাত্যজনের সংগীত ঝুমুরকে অনাথ করে চলে গিয়েছেন ‘সম্রাট’৷ তিনি চলে গেলেও ঝুমুর শিল্পী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে উঠে আসছে নতুন প্রতিভাবাণ শিল্পীরা। নতুনদের তুলে আনা এবং ঝুমুর সংগীতকে বাঁচিয়ে রাখতে ‘সম্রাট’ চেষ্টা চালিয়ে গেছেন। তিনি নিজেও দাবি তুলেছিলেন ঝাড়গ্রামে ঝুমুর অ্যাকাডেমি গড়ার জন্য। কিন্তু দাবি পূরণ হয়নি।
পূর্বতন ও বর্তমান দুই সরকারের কাছেই ‘সম্রাট’ কোনো সাহায্য পাননি বলে অভিযোগ। এমনকি তাঁর মৃত্যু অর্থের অভাবে বিনা চিকিৎসায় বলেও অভিযোগ। ‘সম্রাটের’ ইচ্ছা নিয়ে এবারে আন্দোলন গড়ে তুলতে চাইছে কুড়মি সমন্বয় মঞ্চ। মঞ্চের নেতা অশোক মাহাত বলেন, ঝাড়গ্রামে ঝুমুর অ্যাকাডেমি গড়া ও প্রয়াত শিল্পী বিজয় মাহাতর আবক্ষ মূর্তি স্থাপনের দাবি তুলেছি। ঝুমুর শিল্পী-সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার দাবিতে আন্দোলন গড়ে উঠবে। সাথে ঝুমুর শিল্পী সংস্কৃতিকে যারা নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধেও ঐক্যবদ্ধ প্রতিবাদ সংগঠিত হবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Jhargram news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore