পত্রিকা প্রতিনিধিঃ দলীয় অনুমতি ছাড়া তৃণমূলে নেওয়া যাবে না সিদ্ধান্ত শাসক দলে। বিধানসভা নির্বাচনে তৃণমূলের (tmc) ব্যাপক জয়লাভের পর যোগদানের হিড়িক পড়ে যায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে। যদিও বিরোধীদের অভিযোগ, সন্ত্রাস সৃষ্টি করে, মিথ্যা মামলার ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করাচ্ছে। অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।
বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের একপ্রকার হিড়িক পড়ে গিয়েছিল। তৃণমূলের নেতা মন্ত্রী থেকে শুরু করে নিচুস্তরের কর্মীরাও যোগ দেয়। ভোটের মাধ্যমে ফের ক্ষমতায় আসে তৃণমূল। তারপর থেকে বিজেপির নেতা কর্মী সহ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা কর্মীরাও ফিরে আসছে তৃণমূলে। সবাইকে দলে নেওয়া যাবে না বলে পশ্চিম মেদিনীপুর (PASCHIM MEDINIPUR) জেলা তৃণমূলে এমনই সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তের কথা মানছেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি (AJIT MAITY)। তবে কাদের নেওয়া যাবে? তিনি বলেন, এলাকায় যে ভালো সম্পর্ক রেখেছে মানুষের সঙ্গে এবং বিভিন্ন তোলাবাজি, অবৈধ কারবারে যুক্ত নয় তাঁদের।
বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যাওয়া নেতা কর্মীদের ক্ষেত্রে কঠোর ভাবে এই বিধিনিষেধ প্রয়োগ হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। অজিত মাইতি বলেন, নিজেদের দুর্নীতি ঢাকতে এবং ভেবেছিল বিজেপি এবারে ক্ষমতায় আসবে সেই সব তৃণমূলের নেতারা যোগ দিয়েছে বিজেপিতে। আর বিজেপির পুরনো কর্মীরা বুঝতে পেরেছেন এরা বিজেপিকে ধ্বংস করবে। সেই সব পুরনো বিজেপি কর্মীরা মানুষের উন্নয়ন করতে তৃণমূলে যোগ দিচ্ছেন এবং তৃণমূল ছেড়ে যাওয়ারাও ফিরে আসতে চাইছে। সব ক্ষেত্রেই এবার থেকে সবাইকে দলে নেওয়া যাবে না জেলা কমিটির অনুমতি ছাড়া।