পত্রিকা প্রতিনিধি : পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) যশের (Cyclone Yaas) ক্ষতিপূরণের মোট আবেদন জমা পড়েছে ২৭৫০০। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার পর্যন্ত মোহনপুরে (Mohanpur) প্রায় ৫৬০০, দাঁতন -১ ব্লকে (Dantan-1 Block) ৫৪০০, কেশপুরে(Keshpur) ৩৯০০, দাঁতন ২ ব্লকে (Dantan-2 BlocK) ২০০০, কেশিয়াড়ীতে (keshiary) ১৩০০ ও দাসপুর (Daspur) ব্লকে ৬৫০ টি আবেদন জমা পড়েছে।
পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) সবং (Sabang) ব্লকে সবথেকে বেশী যশ ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে। প্রশাসনের এক আধিকারিক জানান, ‘গত বৃহস্পতিবার পয্ন্ত প্রায় ৯০০০ আবেদন জমা পড়েছে। শুধু মাত্র ঘর ভাঙার ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে প্রায় ৮০০০। ‘ সূত্রের খবর জেলায় ৭টি ব্লকের ৪২ টি পঞ্চায়েতে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২৭৫০০ আবেদন জমা পড়েছে। যা খুবই অস্বাভাবিক বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।
জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, কেশপুর (Keshpur) ব্লকের সলডিহা (Saldiha), আমনপুর (AManpur), গোলার (Golar) , মুগবসান (Mugbasan), ঝ্যাঁতলা (Jhentla) , দাঁতন-১ ব্লকের দাঁতন-১, দাঁতন ২, আলিকোষা (Alikosha), তররুই (tarurui), মনোহরপুর (manoharpur), শালিকোঠা (shalikotha), আঙুয়া (angua), চক ইসমাইলপুর (chawk Ismailpur), আনিকলা (anikola), দাঁতন-২ ব্লকের হরিপুর (haripur) , জেনকাপুর (jenkapur), পোরলদা (porolda), সাবরা (sabra), সাউরি (Sauri) কোটবাড় (kotbarh), তালদা (talda), তুড়কা (Turka) , মোহনপুর (mohanpur) ব্লকের মোহনপুর, নীলদা (Nilda), সাউটিয়া (sautia), শিয়ালসাই (Sialsai), তনুয়া (Tanua), কেশিয়াড়ি ব্লকের বাঘাস্তি (Baghasti) , নছিপুর (Nochipur), দাসপুর-২ ব্লকের দুদকোমড়া (dudhkomra), সবং ব্লকের দেভোগ (debhog) , নওগা (naoga), দন্ডরা (Dandra), দশগ্রাম (dasagram), সারতা (sarta), চাউলকুড়ি (chaulkuri), নারায়ণবাড় (narayanbarh), সবং (sabang), বলপাই (Balpai), ভেমুয়া (bhemua), মোহার (mohar), বুড়াল (bural) ও বিষ্ণুপুর (bishnupur) পঞ্চায়েতে শিবির করে আবেদন জমা নেওয়া হচ্ছে। এছাড়া এসডিও (SDO) এবং বিডিও (BDO) অফিসেও বক্স রাখা আছে। সেখানেও আবেদন জমা পড়ছে। আজ শনিবার থেকে একেবারে বাড়ি বাড়ি গিয়ে তদন্তের কাজ শুরু হবে।