Bridge break
আরও পড়ুন ঃ–বিজেপির ধর্ষিতা মহিলা কর্মীকে দেখেও পুলিশ দর্শকের ভূমিকায়, নন্দীগ্রামে মন্তব্য অগ্নিমিত্রা পলের
পত্রিকা প্রতিনিধিঃ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেল ফেরিঘাটের বাঁশের সাঁকো ভেঙ্গে। মেদিনীপুর সদর ব্লকের কনকাবতীর কংসাবতী নদীতে ছিল এই সাঁকো। দু’দিনের প্রবল বৃষ্টিপাতের ফলে নদীতে জল বেড়ে যায়।
বৃহস্পতিবার ভোরে এই সাঁকো ভেঙ্গে যায় বলে স্থানীয়রা জানান। এর ফলে ঝাড়গ্রামের মানিকপাড়া, খালশিউলি, আমদই থেকে মেদিনীপুর শহরে আসার কম দূরত্বের পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সকালে নদীতে গিয়ে এই ঘটনা দেখে হতাশ যাত্রীরা। প্রতিদিন সকালে নদী পেরিয়ে আমদই যান দুধ বিক্রেতা, ফেরিওয়ালা, পুরোহিতরা। এদিন সাঁকো ভেঙ্গে যাওয়ায় তাঁদের ফিরে আসতে হয়েছে। খালশিউলি থেকে আসা মানুষজন অনেক পথ ঘুরে খড়্গপুরের চৌরঙ্গি মোড় দিয়ে মেদিনীপুর শহরে আসেন।
ফেরিঘাটের দায়িত্বে থাকা এক ব্যক্তি বলেন, যাতায়াতের জন্য দ্রুত নৌকা চালানোর ব্যবস্থা করা হচ্ছে। যোগাযোগের জন্য সিপিএম সরকারের আমলে কাঠের ফেয়ার ওয়েদার ব্রীজ করা হলেও এক বছর স্থায়ীত্ব হয় নি বর্ষার জলে। স্থানীয়রা দাবি করছেন, এখানে পাকাপোক্ত ব্রীজের।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bridge break
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore