IIT Kharagpur
আরও পড়ুন ঃ–পশ্চিম মেদিনীপুরে গাছ কাটা রুখতে জঙ্গল পাহারায় বনকর্মীরা, উদ্ধার একাধিক কাটা গাছ
পত্রিকা প্রতিনিধিঃ করোনা (Covid)আবহের মাঝে খড়গপুর আইআইটিতে(IIT) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কর্তৃপক্ষ। খড়গপুরে ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসে ১০ ট্রেনি নিয়োগ করবে প্রতিষ্ঠান। ১২ মাস চলবে এই ট্রেনিং। আগামী ২৫ জুনের মধ্যে যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে বলে জানা যাচ্ছে।
তবে বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা- আইআইটি (IIT) খড়গপুরে(Kharagpur) ট্রেনি পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে কমার্সে স্নাতক হতে হবে। পাশাপাশি ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউনট্যান্টস অফ ইন্ডিয়ার ইনটারমিডিয়েট শংসাপত্র থাকতে হবে। অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউনট্যান্টস অফ ইন্ডিয়ার ইন্টারমিডিয়েট সার্টিফিকেট থাকাটা আবশ্যিক। পাশাপাশি বয়সসীমা- এই ক্ষেত্রে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ দিনের আগে চাকরিপ্রার্থীর বয়স ২৫ বছর অতিক্রম করা চলবে না। স্টাইপেন্ড- এই ক্ষেত্রে বাছাই পর্বের পর ট্রেনিদের প্রতি মাসে ১৫ হাজার টাকা করে বেতন দেবে প্রতিষ্ঠান। অপরদিকে ট্রেনিংয়ের সময়- নিয়োগের পর আইআইটি খড়গপুরে(Kharagpur) ১২ মাসের ট্রেনিং পিরিয়ড ধরা হবে। অপরদিকে ট্রেনিদের আসবাবপত্রবিহীন বাসস্থানের ব্যবস্থা করা হবে। জায়গা ফাঁকা থাকলেই তবে এই বাসস্থানের সুযোগ পাবেন ট্রেনিরা। লাইসেন্স ফি, জলের চার্জ, বিদ্যুতের চার্জ ছাড়াও অন্যান্য চার্জ প্রতিষ্ঠানের নিয়ম মেনেই ধার্য করা হবে। অপরদিকে কাজের সুযোগ- প্রত্যেক ট্রেনিকে প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হবে। সপ্তাহে ৬দিন কাজ করতে হবে এই ট্রেনিদের। ফিন্যান্স ও অ্যাকাউন্টস সেকশনের আধিকারিকদের তত্ত্বাবধানে ওই সেগমেন্টেই কাজ করতে হবে ট্রেনিদের। ছুটি- প্রতি মাস সম্পূর্ণ হলে আড়াই দিন ছুটি হিসাবে ধার্য করা হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা যাচ্ছে ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
IIT Kharagpur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore