পত্রিকা প্রতিনিধি: মাওবাদী( Maoists ) নামাঙ্কিত ফের পোস্টার মিলল গোয়ালতোড়ের (Goaltore) কেশিয়া (Kesia) গ্রামে। বৃহস্পতিবার সকালে বাঁকু্ড়া (Bankura)-পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) সীমানা এলাকার কেশিয়া (Kesia) গ্রামে বেশকয়েকটি সাদা কাগজের উপর লাল কালির হাতে লেখা পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশ কে খবর দেন। খবর পেয়েই পুলিশ এসে পোস্টার গুলি উদ্ধার করে নিয়ে যায়। পোস্টার গুলির সাথে আদৌ মাওবাদী (Maoists) যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পোস্টার উদ্ধারের ঘটনা জঙ্গলমহলে নতুন করে মাওবাদী কার্যকলাপের জল্পনা উস্কে দিয়েছে।
আরও পড়ুন ঃ–ঘাটালে পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু , চাঞ্চল্য এলাকায়
পুলিশ অবশ্য জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ নিয়ে তদন্ত শুরু করেছে। বাম আমলের শেষ দিকে মাওবাদী পর্বে উত্তপ্ত ছিল গোয়ালতোড়ের (Goaltore) বিভিন্ন এলাকা। গোয়ালতোড়ের আমলাশুলি থেকে কিছু দুরেই ভালুকবাসা (Bhalukbasa) জঙ্গল।এক সময় শক্ত ঘাঁটি ছিল তাদের। রক্তও ঝরেছিল ওইসব এলাকায়। ফের মাওবাদী পোস্টার উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Maoist
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore