Panchayat office
আরও পড়ুন ঃ–এবার এম কে ডি -এর চেয়ারম্যান হচ্ছেন দীনেন, দায়িত্ব আজ
পত্রিকা প্রতিনিধিঃ বাড়ি ভাঙচুর, বয়কট ও মারধরের পর এবার গ্রাম পঞ্চায়েত অফিসে বিজেপি পঞ্চায়েত সদস্যদের ঢুকতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মেদিনীপুর (Medinipur) সদর ব্লকের মনিদহ(Manidaha ) গ্রাম পঞ্চায়েতে।
উল্লেখ্য, মেদিনীপুর(Medinipur) সদর ব্লকের বিডিও(Bdo) অফিস থেকে এক আধিকারিক ১০০ দিনের কাজের পরিকল্পনার জন্য পঞ্চায়েত সদস্য ও জবকার্ড সুপারভাইজারদের সঙ্গে নিয়ে এক মিটিং-এর জন্য মনিদহ (Manidaha) গ্রাম পঞ্চায়েতে আসেন। সেই মতো পঞ্চায়েত প্রধান অঞ্জলি সরেন( Anjali Saren) সমস্ত পঞ্চায়েত সদস্য এবং জবকার্ড সুপারভাইজারদের পঞ্চায়েত অফিসে আসার কথা জানান। যথারীতি ওই সময় সবাই পঞ্চায়েত অফিসে আসার আগে থেকে পঞ্চায়েত অফিসের সামনে তৃণমূলের (Trinamool) কর্মীরা দাঁড়িয়ে থাকে বলে অভিযোগ। এই ঘটনার পর বিজেপির (Bjp) পঞ্চায়েত সদস্যরা পঞ্চায়েত অফিসে উপস্থিত হতেই তাদের অফিসের ভেতরে যেতে বাধা দেওয়ার পাশাপাশি হেনস্তা করা হয় বলে অভিযোগ। এবিষয়ে বিজেপি (Bjp) পঞ্চায়েত সদস্য দেবু নায়ক (Debo Nayak) জানান, ব্লক (Bdo) আধিকারিক ও পঞ্চায়েত প্রধানের নির্দেশ মতো যথারীতি সময়ে পঞ্চায়েত অফিসে চারজন পঞ্চায়েত সদস্য উপস্থিত হলে গেটের বাইরে থেকেই তৃণমূলের (Tmc) কর্মীরা তাঁদের অফিসের ভেতরে ঢুকতে বাধা দেয়। পাশাপাশি তাঁদের বলা হয়, বিজেপির (Bjp) কোন পঞ্চায়েত সদস্যদের পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হবে না, সমস্ত কাজ তৃণমূলের (Tmc) লোকজন করবে।
তবে এই ঘটনার পর বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর ৩ জন বিজেপি (Bjp) পঞ্চায়েত সদস্য বাড়ি ফিরে যান। তবে এবিষয়ে বিজেপি (Bjp) পঞ্চায়েত সদস্য দেবু নায়ক আরও বলেন ,এবিষয়ে গুড়গুড়িপাল (Gurguripal) থানায় ফোন করলে ওসি (Oc) বলেন লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেবেন। অপরদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জলি সরেন জানান, আজকে জবকার্ড সুপারভাইজার এবং বিভিন্ন পঞ্চায়েত সদস্যদের নিয়ে মিটিং ছিল। সেই মতো তিনি সবাইকে জানিয়েছেন। তবে বাইরে কি সমস্যা হয়েছে তিনি জানেন না। দু-জন বিজেপি সদস্য ভেতরেও ঢুকেছিলেন। কিছুক্ষণ পরে তাঁরা বেরিয়ে যান। তবে জবকার্ড সুপার ভাইজাররা ভেতরে ছিলেন। পাশাপাশি তৃণমূল(Tmc) নেতা নির্মল মাঝি বলেন, বিজেপির (Bjp) কোন পঞ্চায়েত সদস্য ঢুকতে বাধা দেওয়া হয়নি। ২ জন সদস্য সময়মতো এসেছিলেন তারা মিটিং-এ ছিলেন। কিন্তু বাকি ১ জন মিটিং শেষে এসেছেন। তাই তাঁকে নিয়ে পুণরায় মিটিং করা সম্ভব নয়। যারা মিটিং-এ সময়ে উপস্থিত হতে পারে না তারা মানুষের কাজ না করে মিথ্যা অভিযোগই করবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Panchayat office
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore