Indian Medical Association
আরও পড়ুন ঃ–বালিচক ফ্লাইওভার পরিদর্শনে মন্ত্রী হুমায়ুন কবীর
পত্রিকা প্রতিনিধিঃ ‘ যশ’ পরবর্তী বিধ্বস্ত এলাকায় অসহায় মানুষদের চিকিৎসা পরিষেবা প্রদান করতে এগিয়ে এল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (indian medical association)এগরা (Egra) ও কাঁথি(Cintai) শাখার চিকিৎসকেরা ( Doctor)। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর(Ramnagar) ২ ব্লকের কালিন্দী গ্ৰাম পঞ্চায়েতের দঃ পুরুষোত্তমপুর (শৌলা ) এলাকায় ৪ জন চিকিৎসক (Doctor) সহ স্বাস্থ্যকর্মীরা অসহায় মানুষের চিকিৎসা (Doctor) পরিষেবা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত মানুষদের ঔষধ সরবরাহ করেন। পাশাপাশি ওই এলাকার মানুষদের করোনা সচেতনতার পাশাপাশি বিশুদ্ধ পানীয় জল সরবরাহের বার্তা দেন চিকিৎসকেরা। এদিনের কর্মসূচিতে ছিলেন চিকিৎসক ডঃ বাদল অশ্রু ঘাটা , ডঃ এন কে প্রধান , ডঃ স্বরূপজিৎ ঘাটা, ডঃ দাস সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।
এবিষয়ে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (indian medical association) এগরা ও কাঁথি শাখার সভাপতি ডঃ বাদল অশ্রু ঘাটা (Dr. B Ghata) বলেন,’যশ’ তান্ডবের পর সমুদ্র পাশ্ববর্তী এলাকাগুলিতে নোনা ও মিষ্টি জল মিশে গিয়ে যাওয়ার ফলে এই এলাকার মানুষদের বিভিন্ন রোগের দেখা দিয়েছে। আর এই পরিস্থিতিতে সেই সমস্ত মানুষেরা সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। তাই তাদের সু-চিকিৎসার কথা ভেবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের এগরা ও কাঁথি শাখার তরফে বিনামূল্যে এই স্বাস্থ্য শিবির।
অপরদিকে স্থানীয় এক বাসিন্দা বলেন , ঝড়ের পর প্রথম আমরা এই চিকিৎসা পেলাম। এই এলাকার মানুষ বিভিন্ন রোগে ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন ।তারা সঠিক চিকিৎসা পাচ্ছিলেন না। তবে আজ সু- চিকিৎসা পেয়ে আমরা খুব খুশি।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore