After lockdown news
আরও পড়ুন ঃ-বিয়ে করার উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়ে এসে মেদিনীপুর শহরে পুলিশের হাতে পাকড়াও প্রেমিক-প্রেমিকা
পত্রিকা প্রতিনিধিঃ দেশজুড়ে প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। তাই করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ, রবিবার থেকে ৩০ শে মে পর্যন্ত দু সপ্তাহের জন্য জারি হয়েছে লকডাউন। তবে ভোট পরবর্তী সময়ে দিঘা পর্যটন কেন্দ্রে পর্যটকদের দেখা মিললেও লকডাউন ঘোষণা হতেই নির্জন দিঘার সমুদ্র সৈকত।
যার জের গিয়ে পড়েছে পর্যটন ব্যবসাতেও। তবে গত বছর একটানা প্রায় ৭০ দিন লকডাউন কারণে সমস্যায় পড়েছিলেন দিঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর-সহ জেলার একাধিক পর্যটনকেন্দ্রের ব্যবসা। তবে রবিবার থেকে লকডাউন শুরু হওয়ায় ফাঁকা পূর্ব মেদিনীপুরের ওই সব পর্যটনকেন্দ্র। তবে ইতিমধ্যে বন্ধ হয়েছে ট্রেন ও বাস চলাচল। পাশাপাশি কড়া সুরক্ষায় মুড়ে ফেলা হয়েছে দিঘা-ওড়িশা বর্ডারও। তবে এই দুই রাজ্যের তরফে সীমানার দু’দিকে রয়েছে কঠোর নিরাপত্তা।
এবিষয়ে দিঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশানের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় বলেন, ”গত বছর প্রথম দফায় লকডাউনের জেরে দীঘায় হোটেল ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। তবে পরে করোনা সংক্রমণ কমায় সরকারি নির্দেশিকা মেনে ধীরে ধীরে ব্যবসা ঘুরে দাঁড়াচ্ছিল স্বাভাবিক পরিস্থিতি। খুলে গিয়েছিল পর্যটন কেন্দ্র ও হোটেল। কিন্তু পরবর্তী সময়ে আবাও ক্রমাগত বাড়তে থাকা রয়েছে জন্য সরকারের নির্দেশে ইতিমধ্যে দু সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করায় ফের সংকটে ব্যবসায়ীরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
After lockdown news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore