Oxygen deficiency
আরও পড়ুন ঃ-অনলাইন ক্লাসে দলিত ছাত্রকে অশ্লীল মন্তব্য, সাসপেন্ড খড়গপুর আইআইটি’র অধ্যাপিকা
পত্রিকা প্রতিনিধি: সংক্রমণ হু হু করে বাড়ছে , অন্যদিকে করোনা চিকিৎসার জন্য ব্যবহৃত অক্সিজেনের অভাব। করোনা মহামারী দেখা দেওয়ার কয়েক মাস কেটে গেলেও কোভিড লড়াইয়ের অতি প্রয়োজনীয় মেডিক্যাল অক্সিজেনের ভান্ডার এখন তলানীতে। এক পরিস্থিতির সামনে এসে মুখ থুবড়ে পড়েছে দেশের চিকিৎসাব্যবস্থা। করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, সরকারী বেসরকারী হাসপাতালে স্থান সঙ্কুলান হচ্ছে না, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই অক্সিজেনের হাহাকার দেশজুড়ে।
এই অবস্থায় বৃহস্পতিবার সকাল থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অক্সিজেন ঘাটতির অভিযোগ উঠল কোভিড ওয়ার্ডে । উল্লেখ্য জেলায় সবচেয়ে বড় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে থাক সত্বেও বাইরে থেকে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে আসতে হচ্ছে করোনা আক্রান্ত রোগীর আত্মীয়-পরিজনদের এমনটাই অভিযোগ। এছাড়াও তাঁরা জানান প্রায় ৯-১০ ঘন্টা কেটে গেলেও করোনা রোগির জন্য মেলেনি হাসপাতালে অক্সিজেনের সিলিন্ডারের যোগান। তাই এই অবস্থায় চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে করোনা রোগীদের। এবিষয়ে হাসপাতাল কতৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায় নি।
তাদের দাবি , জেলার এই মেডিক্যাল ও হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অক্সিজন খুব শ্রীঘ্রই মোতায়েন করতে হবে। আর তার যদি না হয় তাহলে বহু মানুষের প্রাণহানি ঘটবে। তাছাড়া হাসপাতালের একাধিক রোগীর পরিবারকে একই সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে জানা যাচ্ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Oxygen deficiency
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore