Covid situation
আরও পড়ুন ঃ-কেশপুর ও পাঁচখুরিতে বিজেপি কর্মীর বাড়িতে হামলা , অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পত্রিকা প্রতিনিধিঃ সারা রাজ্যেজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা ফের বাড়লো। দৈনিক আক্রান্তের নিরিখে গত ২৪ ঘন্টায় দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে নতুন করে আক্রান্ত হলেন ৯৯১ জন । এরমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় আক্রান্ত হয়েছেন ২৩৫ জন , পূর্ব মেদিনীপুর জেলায় ৬৬৭ জন ও ঝাড়গ্রাম জেলায় ৮৯ জন। অপদিকে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় সুস্থ হয়েছেন ৬৬৮ জন বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে।
তবে এদিকে করোনা সতর্কতায় ইতিমধ্যে আংশিক লকডাউন জারি হয়েছে রাজ্যে। শনিবার আবার বিয়েবাড়ি ও পারিবারিক অনুষ্ঠানে জমায়েতে রাশ টেনেছে সরকার। নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, বিয়েবাড়ি ও অন্যান্য পরিবারিক অনুষ্ঠানে কঠোরভাবে মানতে হবে কোভিড বিধি। মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব রাখতে হবে। অতিথির সংখ্যা থাকতে হবে ন্যূনতম। কোনও সময়ে ৫০ জনের বেশি অতিথি থাকবেন না। সকাল ৭টা থেকে ১০টা ও বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে বাজার-হাট। তবে স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা, বিদ্যুৎ, টেলিকম, যানবাহন, মুদি খানা, মিষ্টির দোকান, মাংসের দোকান, দুধ সরবরাহ ইত্যাদি দোকান বিধিনিষেধের বাইরে থাকছে। তবে সমস্ত খুচরো ও আউটলেটকে বেঁধে দেওয়া সময় মেনে চলতে হবে। সব ক্ষেত্রেই মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব বাধ্যতামূলক।
উল্লেখ্য, করোনার সেকেন্ড ওয়েভে সংক্রমণের চেন ব্রেক করা প্রয়োজন। রবিবার কেন্দ্র এবং রাজ্যগুলিকে জনসাধারণের স্বার্থে লকডাউনের বিষয়টি ভাবনাচিন্তা করে দেখতে বলেছে সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি করোনা টিকা নীতি নিয়েও আলোচনা করে সর্বোচ্চ আদালত। আগামী ৬ মাসে ঠিক কতটা টিকা উত্পাদিত ও সংরক্ষিত হবে? কেন্দ্রের কাছে এর হিসাব জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি ১৮-৪৪ বছর বয়সীদের টিকাকরণে ঠিক কতদিন লাগতে পারে, তার সম্ভাব্য সময়ও জানতে চাওয়া হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Covid situation
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore