Covid increasing
আরও পড়ুন ঃ–সুতাহাটায় ৩ কাউন্টিং এজেন্টের করোনা পজেটিভ
পত্রিকা প্রতিনিধিঃ দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ । ভয়ংকর হারে বাড়ছে দৈনিক সংক্রমণ। ক্রমশই জটিল আকার নিচ্ছে করোনা চিত্র। গত ২৪ ঘণ্টায় দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩৯ জন। এরমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় আক্রান্ত হয়েছে ২৫৮ , পূর্ব মেদিনীপুরে ৬১৪ ও ঝাড়গ্রামে ৬৭ জন। অপরদিকে এই ৩ জেলায় সুস্থ হয়েছেন ৪৬৫ জন । তবে ঝাড়গ্রাম জেলায় কোভিডের বলি হয়েছে ১ জন বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে।
তবে রবিবার এরাজ্যে ভোটগণনার দিন সব ধরনের জমায়েতে রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করেছে।
তার আগে বঙ্গের আংশিক লকডাউনের নির্দেশিকাতে স্পষ্ট উল্লেখ, বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত, আর দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। আংশিক লকডাউনের আওতা থেকে বাদ ওষুধের দোকান, মুদিখানা। হোম ডেলিভারি ও অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও জারি হচ্ছে না কোনও বিধি-নিষেধ। গোটা দেশের মতোই বঙ্গেও ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা পরিস্থিতি। পাঁচ, দশ, পনেরোর গণ্ডি ডিঙিয়ে দৈনিক সংক্রমণ কুড়ি হাজারের দিকে ধাবমান। রোজই একাধিক রাজ্যবাসীকে হারাচ্ছি আমরা। এই পরিস্থিতিতে হাসপাতালে বেড পাওয়া নিয়েও তৈরি হয়েছে সংশয়। তাই করোনার চোঙ রাঙানির মাঝে পরিস্থিতি সামলাতে বাধ্য হয়েই আংশিক লকডাউনের পথে হাঁটল রাজ্য। তবে পরবর্তীতে আরও একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির আশঙ্কা করা হচ্ছে। জারি হতে পারে সম্পূর্ণ লকডাউন ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Covid increasing
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore