covid news
আরও পড়ুন ঃ–করোনা রুখতে দীঘায় পুলিশের মাইকিং প্রচার
পত্রিকা প্রতিনিধিঃ ভারতবর্ষ জুড়ে এখন করোনার সুনামি। অতীতের সব রেকর্ড ভেঙে গেল দেশে। ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা এবার ৩ লাখের গণ্ডি পার করেছে। ফলে রীতিমতো ভয়াবহ পরিস্থিতি দেশের বিভিন্ন রাজ্যগুলিতে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪১ জন। তবে ইতিমধ্যে একাধিক মানুষের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। এমতাবস্থায় পশ্চিম মেদিনীপুর জেলায় আক্রান্তের সংখ্যা ৯৭ , পূর্ব মেদিনীপুরে আক্রান্তের সংখ্যা ৩২৯ ও ঝাড়গ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা ১৫ জন।
তবে এই পরিস্থিতিতে মেদিনীপুর
শহরের বটতলা, নিমতলা, স্কুল বাজার, গান্ধী মোড়, পঞ্চুরচক, কলেজ মাঠ, কেরানীটোলা সহ বিভিন্ন চায়ের দোকানে রাত পর্যন্ত আড্ডা চলে। অনেকের মুখেই মাস্কের কোনও বালাই থাকে না। বর্তমান পরিস্থিতিতে পাশাপাশি বসে আড্ডা দেওয়ার জেরে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও থাকে। সেকারণেই চায়ের দোকানগুলি বন্ধের উপর জোর দিয়েছে পুলিশ।
তবে করোনা সতর্কতাবিধি অনেকেই মানছেন না বলেও অভিযোগ। এনিয়েও বিভিন্ন মহলে উদ্বেগ ছড়াচ্ছে। সেকারণে বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য অভিনব পথ নিয়েছে পুলিশ। কোথাও যমরাজ, কোথাও বা চিত্রগুপ্ত সেজে বাসিন্দাদের সতর্ক করা হয় এদিন। পাশাপাশি ঝুমুর গান, ছৌ নৃত্যের মাধ্যমেও বাসিন্দাদের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়। বাসের যাত্রীদের একাংশ কেন মাস্ক ব্যবহার করছেন না সেব্যাপারেও এদিন পুলিশ জানতে চায়।
তবে এদিকে, করোনাভাইরাসের (Covid 19)-এর একাধিক প্রজাতির বিরুদ্ধে লড়াই চালাতে পারবে কোভ্যাক্সিন (Covaxin)। ICMR-র গবেষণায় দেখা গিয়েছে, করোনার একাধিক প্রজাতিকে বিনাশ করতে পারবে কোভ্যাক্সিন। যে হারে দেশজুড়ে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে কোভ্যাক্সিনের কার্যক্ষমতা নিয়ে যে তথ্য তুলে ধরল ICMR, তাতে আশার আলো দেখা গেল বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। অন্যদিকে, আরও এক ‘মেড ইন ইন্ডিয়া’ ভ্যাকসিন পেতে চলেছে ভারত। চলতি বছরের অগাস্টের মধ্যেই দেশের হাতে মিলতে পারে হায়দরাবাদের বায়োলজিক্যাল ই ভ্যাকসিন। জানা যাচ্ছে, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সম্পন্ন হয়েছে। তৃতীয় ট্রায়ালের জন্য তৈরি হায়দরাবাদের বায়োলজিক্যাল ই ভ্যাকসিন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
covid news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore