পত্রিকা প্রতিনিধিঃ মাদক চক্রের সাথে যুক্ত নান্টু শেখ নামের এক পান্ডাকে পশ্চিম মেদিনীপুর থেকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, পশ্চিম মেদিনীপুরে পিংবনী গ্রাম পঞ্চায়েত অফিস থেকে গতকাল রাতে এসটিএফ এর পুলিশ বাহিনী গিয়ে ৪ জনকে আটক করে। তাদের মধ্যে নান্টু শেখ’কে গ্রেফতার করে কলকাতায় নিয়ে যাওয়া হয়।
তবে বাকি ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, চারজনই পিংবনী গ্রাম পঞ্চায়েত অফিসে রাজমিস্ত্রির কাজে যুক্ত ছিল। সূত্রের খবর অনুযায়ী, ধৃত নান্টু শেখের বাড়ি মুর্শিদাবাদ। তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বেশ কয়েক লক্ষ টাকা এবং প্রচুর বেআইনি মাদক উদ্ধার করেছিল। সেই সময় থেকেই নান্টু পালিয়ে এসেছিল পশ্চিম মেদিনীপুরে।
এরপর গোয়ালতোড় থানার পিংবনীতে রাজমিস্ত্রির ছদ্মবেশে আত্মগোপন করে ছিল। অপরদিকে, পুলিশও তার সন্ধান চালিয়ে যাচ্ছিল! অবশেষে, গতকাল তাকে পিংবনি থেকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।