Mamata Banerjee
আরও পড়ুন ঃ–দিঘায় বাইক দুর্ঘটনায় গুরুতর জখম বিডিও
আরও পড়ুন ঃ–মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ , হুঁশিয়ারি শিশিরের
প্রত্রিকা প্রতিনিধিঃ দীর্ঘ ১৪ বছর আগে ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে গুলিচালনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে ভোট ময়দানে নেমে পড়ল সিপিএম। রবিবার নন্দীগ্রামেরই রেয়াপাড়ার একটি মঞ্চ থেকে মমতা নন্দীগ্রামে ওই পুলিশি অভিযানের জন্য নাম না করে শিশির এবং শুভেন্দু অধিকারীকে দায়ী করেন তিনি। এমনকি, হাওয়াই চটি-পরা পুলিশ ঢোকানোর ‘দায়’ও চাপিয়ে দেন তাঁদের ঘাড়ে। যদিও শিশির তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘‘ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে!’’
ঘটনাচক্রে, কয়েক মাস আগেও শুভেন্দু এবং কয়েক দিন আগে শিশির তৃণমূলেই ছিলেন। নন্দীগ্রাম আন্দোলনের সময় তাঁরা ‘সক্রিয়’ ভূমিকাও পালন করেছিলেন। কিন্তু এখন দু’জনেই বিজেপি-তে। শুভেন্দু আর মমতা নন্দীগ্রামে ভোটপ্রার্থী। ফলে স্বভাবতই মমতা নন্দীগ্রামে ‘গুলিচালনা’র ‘দায়’ অধুনা তাঁর প্রতিপক্ষ পিতা-পুত্রের উপর চাপিয়েছেন। যার প্রেক্ষিতে সিপিএমের বক্তব্য, তা হলে তো তৎকালীন বিরোধী নেত্রী স্বীকার করে নিলেন যে, ওই ঘটনা তৃণমূলের চক্রান্ত ছিল!
কারণ, শিশির-শুভেন্দু এবং মমতা— তিনজনেই তো তখন বিরোধী তৃণমূলে ছিলেন। মমতার রবিবারের মন্তব্যের প্রেক্ষিতে নেটমাধ্যমে অত্যন্ত সক্রিয় সিপিএম তুলে এনেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের তখন বারবার বলা ‘চক্রান্ত’-এর প্রসঙ্গও। ঘটনাচক্রে, তখন বুদ্ধদেব তো বটেই, বিমান বসুও কয়েকটি সভায় নন্দীগ্রামের ওই ঘটনার পিছনে বিরোধী তৃণমূলের চক্রান্তের কথা বলেছিলেন। কিন্তু ১৪ জনের প্রাণহানির পর তাঁদের সেই স্বর চাপা পড়ে যায়।
ঘটনাচক্রে, ২০০৭ সালের ১৪ মার্চ পুলিশি অভিযানে যে ১৪ জনের মৃত্যু হয়েছিল, তাঁরা সকলেই পুলিশের গুলিতে মারা যাননি। নিহতদের মধ্যে আটজনের দেহে গুলির আঘাত ছিল। পাঁচজনের দেহে ছিল তীক্ষ্ণ অস্ত্রের আঘাত। বাকি একজনের দেহে ছিল বোমার আঘাত। তখনই সিপিএম প্রশ্ন তুলেছিল, পুলিশ তো বোমা বা তীক্ষ্ণ অস্ত্র ব্যবহার করে না! রবিবার মমতার মন্তব্যের পর তারা বলছে, ‘‘এতদিন পর মমতা বন্দ্যোপাধ্যায়ই তার জবাব দিলেন। তৃণমূলের দুষ্কৃতীরাই বাকি ছ’জনকে খুন করেছিল। নিহতের সংখ্যা বাড়ানোর জন্য।’’
রবিবার নন্দীগ্রামে শেষদফার প্রচার শুরু করেন মমতা। সেই সময়েই রেয়াপাড়ার একটি মঞ্চ থেকে বর্তমান মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যারা গুলি চালিয়েছিল আপনাদের মনে আছে, পুলিশের ড্রেস পরে এসেছিল অনেকে। মনে আছে? মনে পড়ছে? অনেকে পুলিশের ড্রেস পরে এসেছিল। নিশ্চয়ই ভুলে যাননি! নন্দীগ্রাম, নন্দীমা, আমার মনে আছে সব। আমি ডেট ওয়াইজে বলে দেব। মনে আছে, হাওয়াই চটি পরে এসেছিল বলে ধরা পড়ে গিয়েছিল। এ বারেও সেই সব কেলেঙ্কারি করছে। অনেক বিএসএফ, সিআইএসএফ-এর ড্রেস-ট্রেস কিনেছেন। কারণ, যাঁরা এ সব করেন তাঁরা জানেন। আর আমি এখনও বিশ্বাস করি, আমি পরে শুনেছিলাম, এই বাপ-ব্যাটার পারমিশন ছাড়া সে দিন পুলিশ নন্দীগ্রামে ঢুকতে পারত না। আমি চ্যালেঞ্জ করে বলছি। আমিও একটা গভর্নমেন্ট চালাই। আমিও খোঁজখবর পরে নিয়েছি। দেখুন, আমি ভদ্রলোক বলে কিছু বলিনি।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mamata Banerjee
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore