Bombing
আরও পড়ুন ঃ–জঙ্গলমহলে প্রথমদফার ভোট মিটতেই গ্ৰেফতার ছত্রধর
পত্রিকা প্রতিনিধি: প্রথম দফার নির্বাচন শেষ হতেই আবারও বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর সহ এলাকায় বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়াল ও পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৫ নম্বর অঞ্চলের কুলবহড়া গ্রামে। অভিযোগের তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, শনিবার গভীর রাতে বেশকিছু তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এলাকায় তাণ্ডব চালায়। ভাঙচুর করা হয় একাধিক বিজেপি কর্মীর বাড়ি পাশাপাশি এলাকায় বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি মারধরও করা হয় বলে অভিযোগ।
তবে এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে সমগ্র এলাকায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে কেশপুর থানার বিশাল পুলিশবাহিনী। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অপরদিকে রবিবার বিকেলে কেশপুরের ঝাটিয়াড়া গ্রামে ফের তৃণমূল- বিজেপি সংঘর্ষ। উল্লেখ্য, কেশপুরে মিঠুনের রোড শো শেষে বিজেপি কর্মীরা বাড়ী ফেরার পথে তৃণমুল কর্মীরা তাদের ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগ বিজেপির।
অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ বিজেপির লোকেরা হঠাত্ করে গাড়ি থেকে লাঠি তাড়া নিয়ে নেমে মারধর শুরু করে তৃণমূল কর্মীদের। ঘটনায় এলাকায় উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে য়ায় বিশাল পুলিশ বাহিনী এবং দুপক্ষের লোকেদের ছত্রভঙ্গ করে দেয়। এলাকায় পুলিশী টহল চলছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bombing
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore