Amit Shah
আরও পড়ুন ঃ–নির্বাচনের ফলঘোষণা হলে মীরজাফর ও বিশ্বাসঘাতকদের বিসর্জন হবে-অভিষেক
পত্রিকা প্রতিনিধিঃ ঢাক,ঢোল থেকে তাসা পার্টি,ব্যান্ড পার্টি সহ নানারকম বাদ্যযন্ত্র সহ আয়োজনের কোনো খামতি ছিল না। তবু মেদিনীপুরে জাক-জমক হল না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রোড শো। মঙ্গলবার শাহর রোড শো ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল মেদিনীপুর শহর । নির্ধারিত সময় ছিল দুপুর আড়াইটা। কিন্তু মিনিট কুড়ি আগেই গোসাবার সভা সেরে মেদিনীপুরে আবাসের হেলিপ্যাড ময়দানে চলে আসে অমিত শাহর হেলিকপ্টার।
এরপর শহরের একটি হোটেলে তিনি ওঠেন। ঠিক তারপর কেরানিতলা থেকে রোড শো শুরু হওয়ার কথা ছিল বেলা আড়াইটায় । তখন সেখানে ছিল হাতে গোনা বিজেপির কয়েকজন দলীয় কর্মী সমর্থক। তবে রোড শো ভরানোর জন্য মেদিনীপুর লাগোয়া গ্রাম থেকে ট্রাকে ও বাসে চড়িয়ে লোক আনা হয়। ঠিক ততক্ষনে বাদ্যযন্ত্রের সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতে বিকেল ৪ টা নাগাদ শুরু হয় রোড শো। তবে সেই রোড-শো এ মানুষের উচ্ছাস , উদ্দীপনা সেভাবে চোখে পড়েনি। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শমিত কুমার দাস’কে নিয়ে রোড শো কেরানিতলা থেকে বটতলাচক হয়ে গোলকুঁয়াচক পর্যন্ত যান।
সেখান থেকে গাড়িতে চড়ে হেলিপ্যাডে তিনি চলে যান। রাস্তার দুপাশে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হলেও সেই ব্যারিকেডের ওপারে মানুষ প্রায় ছিল না বললেই চলে। ১৬ টি স্থানে বিজেপির পক্ষ থেকে ছোট ছোট মঞ্চ করে অমিত শাহর উদ্দেশ্যে ফুল ছোঁড়ার ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখানোর আয়োজন করা হয়েছিল ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Amit Shah
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore