Jhargram
আরও পড়ুন ঃ–ভগবানপুরে তৃণমূল প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান
প্রত্রিকা প্রতিনিধিঃ ‘ পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে রান্নার গ্যাসের দাম। কেন্দ্রের এ সরকার কী করছে’? শনিবার ঝাড়গ্রামে নির্বাচনী সভায় এসে এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বীরভূমের তৃণমূল নেতা কেষ্টদা তথা অনুব্রত মণ্ডল। এদিন তিনি ঝাড়গ্রাম শহরে দলীয় প্রার্থীদের সমর্থনে রোড-শো করার পর গোপীবল্লভপুর বিধানসভার সাঁকরাইল থানার কেশিয়াপাতায় একটি জনসভায় বক্তব্য রাখেন। তৃণমূল প্রার্থী ডা:খগেন্দ্রনাথ মাহাতর সমর্থনে সভা হয়। সেখানে অনুব্রত মণ্ডলের সভা শুধু নয় তাঁর বক্তব্য শুনতে মাঠ ভর্তি লোকের সমাগম হয়।
সভায় উপস্থিতদের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি ছিল। নিজের বক্তব্য পেশ করতে গিয়ে অনুব্রত মণ্ডল স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বেশ রসিয়ে রসিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে সমালোচনার তীরে বিদ্ধ করেন। এদিন তিনি বলেন,’দেশে যত পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে।ততই রান্নার গ্যাসের দাম বাড়ছে। কেন্দ্রের এই সরকার কী করছে? জিডিপি কোথায় ছিল কোথায় নেমে এসেছে? আমাদের চেয়ে নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার টাকার দাম বেশি!’
অনুব্রত বামফ্রন্টের কথা তুলে বলেন, ‘আপনারা ৩৪বছর বামফ্রন্টের রাজ দেখেছেন। নিশ্চয় ভুলে যাননি।ঝাড়গ্রামে মেডিক্যাল কলেজ ছিল? ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয় ছিল?সবই করেছে মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।’এরপর উপস্থিত জনতাকে সতর্ক করে বলেন,’ভুল করলে হবে না। মমতা ব্যানার্জি চলে গেলে বাংলায় অন্ধকার নেমে আসবে। ঊনসত্তরটা প্রকল্প কেউ রাখবে না বন্ধু।’ এরপর প্রধানমন্ত্রী মন্ত্রীর উদ্দেশ্যে বলেন, নরেন্দ্র মোদি তুমি ভয় দেখাবে! মিড-ডে মিল তুলে দিল। মমতা ব্যানার্জি বললেন,মিড-ডে মিল থাকবে। আরো দুটো প্রকল্প তুলে দিল। একশো দিনের কাজের ভার কমিয়ে দিল। মমতা ব্যানার্জি বললেন যা আছে থাকবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Jhargram
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore