প্রত্রিকা প্রতিনিধিঃ দিনকয়েক আগে আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। আর তারপর আজ,মঙ্গলবার থেকে পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হয়েছে নমিনেশন প্রক্রিয়া। আর ইতিমধ্যে জেলায় ৪ কোম্পানি আধা সামরিক বাহিনী রুটমার্চ করার জন্য এসেছেন। ক্ষতিয়ে দেখছেন সরকারি আচরন বিধি।
তবে কয়েকমাস আগে এরাজ্যের প্রাক্তণ পরিবহন মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক দল পরিবর্তন করেছেন। তবে মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করার জন্য বামফ্রন্ট সরকারকে উৎখাত করার জন্যই নন্দীগ্রাম আন্দোলন মুখ্য ভূমিকায় ছিল তার। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে দাঁড়ানোর জন্য মনস্থির করেছেন। যদিও এখনো প্রার্থী তালিকা প্রকাশ হয়নি ।
আর তার আগেই নন্দীগ্রামের হোসেনপুর এলাকার এক লেদ কারখানার আড়ালে চলতো বেআইনি অস্ত্র তৈরীর কাজ। এমনই এক অস্ত্র কারখানার হদিশ মিলতেই পুলিশ লেদ মেশিনের সরঞ্জাম ও বেশ কয়েকটি সেমি ফিনিসড পিস্তল উদ্ধার করেছে। তবে এই ঘটনায় জড়িত সেখ হাকিমুদ্দিন ও তার স্ত্রীকে আটক করে জিঙ্গাসাবাদ শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত পুলিশের কোনো প্রতিক্রিয়া মেলেনি।