প্রত্রিকা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর “মন কি বাত” অনুষ্ঠান হওয়ার পরে রাতের অন্ধকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভার অন্তগর্ত কুকড়াহাটির তেল পাম্প সংলগ্ন এলাকায়। উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হয়েছে। সরকারি জায়গায় নেতা-নেত্রী এবং সরকারি হডিং খুলে নেওয়া বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রধানমন্ত্রী মন কি বাত প্রোগ্রামে বক্তব্য শোনার জন্য ভারতীয় জনতা পার্টির উদ্যোগে একটি ক্যাম্প আয়োজিত হয়। আর ক্যাম্প শেষ হওয়ার রাতের অন্ধকারে প্রধানমন্ত্রী ফ্লেক্স ছিঁড়ে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ। তবে প্রধানমন্ত্রীর ফ্লেক্স ছেঁড়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
এবিষয়ে বিজেপি নেতৃত্ব প্রদীপ বিজলী বলেন, হলদিয়া বিধানসভা এলাকায় শাসকদলের পায়ের তলার মাটি না থাকার জন্য বিজেপির দলের ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে দিচ্ছে। এইভাবে বিজেপি কর্মীদের রোখা সম্ভব নয়।
বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল কংগ্রেসের কো-অডিনেটর মামুদ হোসেন বলেন , বিজেপি গোটা রাজ্যের পাশাপাশি হলদিয়া বিধানসভা এলাকায় আবারও নতুন করে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। তবে বিজেপির নিজেদের গোষ্ঠী কোন্দলের ফলেই এই ঘটনা।তাছাড়া মিথ্যে অভিযোগ দিয়ে তৃণমূলের উপর দোষ চাপানোর চেষ্টা করছে বিজেপি।