পত্রিকা প্রতিনিধিঃ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া টাউনশিপে হলদি নদী তীরে মেরিন ড্রাইভে শনিবার সকালে চায়ে পে চর্চায় কেন্দ্রীয় জাহাজমন্ত্রী ” মনসুক লক্ষ্মণভাই মাণ্ডভীয়র ” ( Mansukh Laxmanbhai Mandaviya )। বন্দরের কর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং বন্দরের ভিতরে পরিদর্শনে যান তিনি। শুক্রবার রাত ৯টা নাগাদ তিনি হলদিয়া এসেছেন। বন্দরের গেস্ট হাউসে ছিলেন। বন্দর কর্তাদের সঙ্গে মিটিং করেছেন। এরপর নন্দীগ্রামের গোকুলনগর যাবেন কর্মীসভায় যোগ দিবেন।
আর তার আগেই শিল্প শহর হলদিয়া হুগলি নদীর তীরে সকালেই ভারতের জাহাজ মন্ত্রী চা চর্চায় মর্নিং ওয়ার্ক এ মানুষদের সঙ্গে মিলিত হওয়ার জন্য উপস্থিত ছিলেন। হুগলি নদীর তীরে বিদ্যাসাগর পার্কে কিন্তু প্রচুর কুয়াশা থাকায় জন্য সকালের মর্নিংওয়াকে বেশির ভাগ মানুষকে দেখা পাওয়া যায়নি। দলের কর্মীরা ছিলেন বেশিরভাগই।
সর্বক্ষণ ছিলেন কলকাতা হলদিয়া বন্দরের ভারতীয় মজদুর সংঘ সাধারণ সম্পাদক প্রদীপ বিজলী। উপস্থিত ছিলেন, ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক কমিটির সভাপতি নবারুণ নায়েক, হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল, শ্যামল মাইতি, হলদিয়ার শ্রমিক নেতা দিলীপ বর্মন, মহিলা নেত্রী গার্গী মুখার্জি প্রমূখ। তবে মন্ত্রীর চায়ে আড্ডায় কোনও সাধারণ মানুষ যোগ দিলেন না, কর্মী নেতাদের নিয়েই করতে হল চায়ে পে আড্ডা। মন্ত্রীর আড্ডা এড়িয়ে গেলেন মর্নিং ওয়াকে আসা লোকজন। চায়ে আড্ডায় তৃণমূলের সমালোচনা ছাড়া কিছুই ছিল না।