পত্রিকা প্রতিনিধিঃ লেবেল ক্রসিং পেরতে গিয়ে দ্রুত গতির ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ভোলানাথ সুর(৬২) নামের এক বৃদ্ধের। সোমবার ৭ টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক স্টেশনের সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ওই বৃদ্ধ ডেবরা বিডিও অফিসের দিক থেকে বালিচক বাজারের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় খড়গপুর দিক থেকে এক্সপ্রেস ট্রেন আসার জন্য লেবেল ক্রসিং এর গেট বন্ধ করা হয়। এরপর লেবেল ক্রসিং গেটের দুপাশে সমস্ত যানবাহন ও মানুষ জন দাঁড়িয়ে যায়। কিন্তু ওই বৃদ্ধ রেলের নির্দেশিকাকে তোয়াক্কা না করে গেট ডিঙ্গিয়ে হেঁটে যাচ্ছিলেন । ঠিক সেই সময় অন্যমনস্ক অবস্থায় তাঁর ডান দিক থেকে দ্রুত গতির এক্সপ্রেস ছুটে আসে এবং জোরে হর্ন দেয় গাড়িটি কিন্তু অন্যমনস্ক থাকায় ট্রেনটি মুহুর্তের মধ্যে সজোরে বৃদ্ধকে ধাক্কা মারে।
এরপর অনেকটা ওপরে উড়ে গিয়ে ছিটকে পড়ে বৃদ্ধ। তাঁর ওপর দিয়েই গড়িয়ে যায় ট্রেন। লেবেল ক্রসিংয়ের দু’পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের চোখের সামনেই ছিন্নভিন্ন হয়ে যায় ওই বৃদ্ধের শরীর। আর এই ঘটনার পর রেল পুলিশ ও ডেবরা ছুটে এসে ওই বৃদ্ধের মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।তবে এই দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।