COVID-19 vaccine
আরও পড়ুন ঃ-নবরুপে খুলতে চলেছে মেদিনীপুর শহরের শিশু উদ্যান
পত্রিকা প্রতিনিধি: করোনা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে অনীহা দেখা দিয়েছে জেলার বেশ কিছু স্বাস্থ্য কর্মীদের মধ্যে। গত ৩ দিনে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৩০ জনের মধ্যে টিকা নিয়েছেন মাত্র ১৪৩ জন । ডেবরা ব্লক হাসপাতালে গত তিনদিনে ৩৬৪ জনের মধ্যে ঠিকা নিয়েছেন ২৮৭ জন। খড়্গপুর মহকুমা হাসপাতালে ৩৪০ জনের মধ্যে টিকা নিয়েছেন মাত্র ৭০ জন।
টিকা নিতে উৎসাহ নেই স্বাস্থ্যকর্মীদের মধ্যে। যদিও এখনো বাকিদের টিকা নেওয়ার সময়সীমা রয়েছে । স্বাস্থ্য আধিকারিকরা মনে করছেন সময়সীমার মধ্যে সকলে অবশ্যই টিকা নিয়ে নেবেন।গত ১৬ জানুয়ারী গোটা দেশের সঙ্গে এ জেলাতেও ১৩ টি কেন্দ্রে করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে চিকিত্সক নার্স ও স্বাস্থ্যকর্মীরা টিকা পাবেন। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মধ্যে টিকা নেওয়ার অনীহা দেখা যাচছে। জেলা স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মণ্ডল বলেন ,” কিছু স্বাস্থ্যকর্মী টিকা নিতে ভয় পাচ্ছেন তাদের বোঝানো হচ্ছে ।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
COVID-19 vaccine
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore