Shuvendu Help Center is set up
আরও পড়ুন ঃ-মেদিনীপুরে দল ছাড়লেন বর্ষীয়ান তৃনমূল নেতা প্রণব বসু
শুভেন্দু অধিকারী-চর্চিত নাম বাংলার রাজনীতিতে। ইতিমধ্যে বিধায়ক সহ তৃণমূল দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী।বারবার রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু অধিকারী কি ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবেন? এ নিয়ে জল্পনার পারদ ক্রমশ চড়ছে।এবার বহুল জল্পনার মধ্যে নারায়ণগড়ে গড়ে উঠল শুভেন্দু সহায়তা কেন্দ্র।পূর্ব মেদিনীপুরের পর এবার পশ্চিম মেদিনীপুরেও গড়ে উঠেছে শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র।এবার তৃণমূল ছেড়ে নতুন ভাবে দাদার অনুগামীরা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ১ নং অঞ্চলের মকরামপুরে তৈরি হল শুভেন্দু অধিকারী সহায়তাকেন্দ্র।
তৃণমূলের দলীয় কার্যালয় থাকার সত্ত্বেও ঢিল ছোঁড়া দূরত্বে তৈরি হল শুভেন্দু অধিকারি সহায়তা কেন্দ্র।শুভেন্দুর ব্যানার লাগানো হয়েছে এই সহায়তা কেন্দ্রে।শুক্রবার সকালে নারায়ণগড়ের মকরামপুরে গড়ে উঠে এই কেন্দ্রের।তাৎপর্যপূর্ণ ভাবে নতুন অফিসে তৃণমূলের কোনো ঝান্ডা বা ফ্লেক্স নেই। বোর্ডে শুভেন্দুর ছবি দিয়ে লেখা “শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র”এই নিয়ে শোরগোল শুরু হযেছে রাজনৈতিক মহলে এ নিয়ে উল্টো সুর বেঁধেছেন তৃণমূল নেতৃত্ব।
তৃণমূলের বিধায়ক প্রদ্যোৎ ঘোষ বলেন-“মানুষ নতুন কিছু জানতে পারলে তার পিছনে ছুটে।অচেনা কে দেখার কৌতুহল থাকে।তাই মানুষ আবার ফিরে আসবে কদিন পর।”কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।বিজেপি নেতৃত্ব গৌরীশংকর অধিকারী বলেন-“তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য দাদাকে সহায় করে সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়েছে।তৃণমূলের অপশাসন বুঝেছে মানুষ তারই প্রথম প্রতিক্রিয়া শুরু।”যদিও শুভেন্দুর ছবি দিয়ে সহায়তা কেন্দ্র খোলায় নতুন রাজনৈতিক সমীকরণ শুরু হয়েছে ব্লক রাজনীতিতে,মত স্থানীয়দের।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Shuvendu Help Center is set up
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore