পত্রিকা প্রতিনিধি: করোনা ভাইরাস থেকে দূরে থাকতে সরকার যে স্বাস্থ্য বিধির নির্দেশিকা দিয়েছে সেটা প্রত্যেককে নিজে থেকে মেনে চলতে হবে।পুলিশ তার কাজনতো করবেই, আমরা চাইছি মানুষ নিজে থেকেই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে শারদোৎসবে মাতেন। এতে প্রত্যেকেরই মঙ্গল। মঙ্গলবার কোতোয়ালি থানার উদ্যোগে আয়োজিত ‘উৎসর্গ’ কর্মসূচিতে অংশ নিয়ে জেলাবাসীর উদ্দেশ্যে একথা বললেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। Medinipur Kotwali Police, Medinipur Kotwali Police, Ursarga Pogramme by Medinipur Kotwali police
আরো পড়ুন- পুজোতে যানযট রুখতে “নো এন্ট্রি” দাঁতনে
এদিন শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে কোতোয়ালি থানার উদ্যোগে ‘উৎসর্গ’ কর্মসূচি হয়। এতে কোতোয়ালি থানার অন্তর্গত বহু দু:স্থ মানুষকে শাড়ী, লুঙ্গি উপহার দেওয়া হয়। বিভিন্ন পুজো কমিটির স্বেচ্ছাসেবকদের পুজোর সময় স্বেচ্ছাসেবকের কাজের জন্য প্রয়োজনীয় টুপি, ব্যাজ, মাস্ক, স্যানিটাইজার দেওয়া হয়।
আরো পড়ুন- বেলদায় বিশাল মিছিল তৃণমূল যুব সংগঠনের, নেই শুভেন্দুর নাম-গন্ধ
ভবঘুরে আবাসনের আবাসিকদের জন্য একটি এল ই ডি টিভি প্রদান করা হয় ,যাতে তারা পুজোতে টিভিতে পুজো পরিক্রমা দেখতে পারেন। কর্মসূচিতে উপস্থিত অতিথিরা বারংবার করোনা ভাইরাস নিয়ে সতর্কতার কথা বলেন। পুলিশ সুপার দীনেশ কুমার সকলের উদ্দেশ্যে বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো কারও একার দায়িত্ব নয়, সকলে মিলে একযোগে সহযোগিতা করলেই করোনা প্রতিহত করা সম্ভব।
আরো পড়ুন- করোনা আবহে এগরায় জোরকদমে চলছে দুর্গা পূজোর প্রস্তুতি
এরজন্য প্রত্যেককে নিজে থেকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, পুলিশকে যেন জোর করে স্বাস্থ্যবিধি পালন করাতে না হয়।” কর্মসূচীতে ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, দীনেন রায় প্রণব বসু, রমাপ্রসাদ গিরি প্রমুখ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi