পত্রিকা প্রতিনিধি:মেদিনীপুর শহরের নেপালি পাড়ায় একটি আবাসনের বাথরুম থেকে এক অগ্নিদগ্ধ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতার নাম বিজলী দে (৭২)। পরিবারে দুই পুত্র, পুত্রবধূদের নিয়ে সংসার। এক পুত্র শহরেই অন্যত্র থাকেন।সোমবার বেলা ১২টা নাগাদ বাড়ির পরিচারিকা বাথরুমের মধ্যে আগুন জ্বলতে দেখে বাথরুমের দরজার ছিটকানি ভেঙে দেখেন বৃদ্ধা অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছে। Medinipur News, Medinipur News, Dead body medinipur, Medinipur latest news, Bengal news, Latest news bengali, biplabi Sabyasachi news
আরো পড়ুন- গিমাগেড়িয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু যুবক-যুবতীর, জখম ৩
আরো পড়ুন- ঝাড়গ্রামে বিজেপির বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ সভা তৃণমূলের
ওই সময় বাড়িতে পুরুষ মানুষরা কেউ ছিলনা। বাড়ির বড় পুত্রবধূ করোনা আক্রান্ত হওয়ায় আয়ুস হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার তাঁর নেগেটিভ হওয়ার পর তাঁকে আনতে বড় ছেলেও সেখানেই গেছিলেন। অন্যদিকে বাড়ির ছোট ছেলে পেশাগত কারনে সেই সময় বাড়ির বাইরে ছিলেন।
আরো পড়ুন- করোনা আবহে দূর্গাপুজো নিয়ে উচ্চ আদালতের রায় মেনে তৈরী হচ্ছেন উদ্যোক্তারা
পরিচারিকার কাছ থেকে খবর পেয়েই বাড়ির মহিলা সদস্যরা ছোট ছেলেকে ফোন করে খবর দেয়। ছোট ছেলে খবর পেয়ে বাড়িতে এসে এই দৃশ্য দেখার পর পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। মৃতার ছেলে জানায়, বেশকিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তাঁর মা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi