পত্রিকা প্রতিনিধি : পূর্ব মেদিনীপুরের করোনা চিকিৎসার হাসপাতাল পাঁশকুড়া বড়মা কোভিড হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে রবিবার রাত ১১ টা নাগাদ।ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।জানা যায় রবিবার রাতে কলকাতার ১০-১২ জনের একটি দল মোচোগ্রাম সবুজ সাথী হোটেলে পার্টিতে যোগ দেন। সেখানে রাত ১১.৩০ নাগাদ একজন সঙ্গী অসুস্থ হয়ে পড়ে। Panskura Covid, Panskura Covid, Panskura Covid
আরও পড়ুন – আজকের পত্রিকা -১২ অক্টোবর ২০২০, বাং-২৫ আশ্বিন ১৪২৭
ওই দলটি অসুস্থ সঙ্গীটিকে নিয়ে আসে বড়মা কোভিড হাসপাতালে যান। গেট কিপার বলেন এটি কোভিড হাসপাতাল সাধারণ রোগীর ভর্তি হয় না বলে বার বার অনুরোধ করার পরও গেট কিপারকে মারধর করে জোর করে আইসিইউেত নিয়ে যায়। চিকিৎসক সাধারণ ওই রোগীকে ভর্তি নিতে অস্বীকার করলে তাঁকে মারধর করা হয়। হাসপাতালে ভাঙচুর চালায় কলকাতা থেকে আসা লোকজন। তারা রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠনের এক নেত্রীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে রীতিমতো তাণ্ডব চালায়। খবর পেয়ে পাঁশকুড়ার বিডিও, থানার পুলিস এবং কোভিড হাসপাতালের চিকিৎসক টিম যান। পুলিস চারজনকে গ্রেপ্তার করেছে। বড়মা হাসপাতালের এম.ডি আবজল শা জানান-“বেশ কয়েকজন মদ্যপ রাতে এসে বলে তাদের একজনের শ্বাসকষ্ট হচ্ছে।কিন্তু গেট কিপার প্রবেশ করতে না দেওয়ায় তাকে মারধর করে ভেতরে প্রবেশ করে।ভেতরে গিয়ে বলেন তাকে ভর্তি নিতে হবে।কিন্তু হাসপাতাল কতৃপক্ষ জানান এটি কেভিড রোগীদের শুধুমাত্র চিকিৎসা করা হয়।কিন্তু তারা সে সব কথা না শুনেই জিনিসপত্র ভাঙচুর করে ও চিকিৎসকদের মারধর করে।এরপর পুলিশে খবর দেওয়া হয় পুলিশ এসে চারজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।” তবে সূত্রের খবর ওই চারজনকে আজ তমলুক কের্টে নিয়ে যাওয়া হয় ও বিষয় তদন্ত করে দেখছে পুলিশ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi