Home » পটাশপুরে বিরল প্রজাতির ‘গিটার’ মাছ উদ্ধার

পটাশপুরে বিরল প্রজাতির ‘গিটার’ মাছ উদ্ধার

by Biplabi Sabyasachi
0 comments

শুভম সিং: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের খাড় গ্ৰামে ঘাটুয়া খাল থেকে বুধবার বিরল প্রজাতির মাছ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। Pataspur, pataspur,Purba Medinipur News, Biplabi Sabyasachi news, Latest Bengali news, Bengal News, rescue of a rare species of fish from Ghatua canal in Khar village of pataspur

পটাশপুরে বিরল প্রজাতির ‘গিটার’ মাছ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্ৰামের স্থানীয় এক মৎস্যজীবীর ওই খালে এদিন জাল ফেলতেই ওই মৎস্যজীবীর জালে আটকে পরে বিরল প্রজাতির বিরাট আকৃতির মাছটি।তবে অন্যান্য মাছের থেকে একটু আলাদা প্রকৃতির মাছটিকে দেখতে ছুটে আসেন অনেকেই।তবে এলাকাবাসীদের অনুমান বিরল প্রজাতির এই মাছটির সমুদ্রের জলে ভেসে এসেছে নদীতে।তারপর খালে মৎস্যজীবীর পাতা মাছটি উদ্ধার হয়েছে।তবে এর আগে এধরনের মাছ তারা এই এলাকায় দেখেননি বলে জানাচ্ছেন স্থানীয়রা।স্থানীয় ওই মৎস্যজীবী বলেন, প্রতিদিনের মত আজ সকালেও ঘাটুয়া খালে জাল দিতেই হঠাৎই এই মাছটি আমার জালে উঠে আসে।এরপর ঘটনাটি জানাজানি হতেই এলাকার মানুষেরা এসে মাছটি দেখতে ভিড় জমান।

আরও পড়ুন- ‘সব তো দিয়েছি, এবার আপনারা কিছু দিন’ ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে মন্তব্য মমতার

বন দফতর সূত্রে খবর,গ্রামের খালে এই রকম মাছ খুব কমই দেখা যায়।তবে বিরল প্রজাতির এই মাছটির সমুদ্রের জলে ভেসে নদীতে এসেছে।তবে এই মাছটি গিটার মাছ নামে পরিচিত।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.