পত্রিকা প্রতিনিধি : জেলা স্বাস্থ্য দফতরের (আর.টি.পি.সি.আর.-৯৩জন, অ্যন্টিজেন-৫৩ জন ও ট্রুনেট- ৩ জন) রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপির জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪৯ জন। ২৬ সেপ্টেম্বরের রাতের রিপোর্ট অনুযায়ী জেলায় মোট এখনো পর্যন্ত চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ১৫৭৫ জন (মোট ৯৩২৮ জন)। এযাবৎ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৪ জনের।একদিনেই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জন। Corona, Corona
আরও পড়ুন- মেদিনীপুর শহরের ১৫ জন সহ রেলশহরে করোনায় আক্রান্ত ৩৯ , জেলায় ১৮৪
মেদিনীপুর শহর ও শহরতলিতে মোট ৩৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে।শহরের ভীমচক (মহিলা -৩৭), বার্জটাউনে একই পরিবারের ৩ জন (প্রৌঢ়-৫৪, মহিলা-৪৯, শিশু-৫), নতুনবাজার(যুবক-২৪), চিড়িমারসইয়ে একই পরিবারের ৩ জন (প্রৌঢ়-৫৬, যুবতী-১৭) এছাড়াও ওই এলাকায় এক বছর ৩৭ এর মহিলার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। অরবিন্দনগরে এক মাঝ বয়স্ক ব্যক্তির (৪৫), জগন্নাথ মন্দির সংলগ্ন পাহাড়ীপুর এলাকায় এক যুবক(২৫), মির্জাবাজারে এক যুবতী (১৭), পাটনাবাজার (প্রৌঢ়-৫৬), নজরগঞ্জ (প্রৌঢ়-৫০), মহাতাবপুরের(চাষাপাড়া) এক প্রৌঢ় (৫১), গেটবাজার (প্রৌঢ়-৫০) সহ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (হোস্টেল) এর এক প্রথম সারির করোনা যোদ্ধাও কোতোয়ালীর অধীনে বিভিন্ন এলাকার মোট ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।মেদিনীপুর সদরের চাঁদড়ার বেলিয়ায় ও ধেড়ুয়ার জেঠান্তর এলাকায় মোট ৪জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে
রেলের করোনায় (খড়্গপুরে ) আক্রান্ত হয়েছেন ৯জন । তাঁরা বারবেটিয়া (বৃদ্ধ-৬৪), হিজলী (প্রৌঢ়-৫৫), সাউথ সাইড (প্রৌঢ়-৫৪), সুভাষপল্লী (প্রৌঢ়-৫৬), নিউ সেটেলমেন্ট ও বড় আয়মার(যুবক -২৮) বাসিন্দা বলে জানা যায়।খড়্গপুর আই.আই.টি ক্যাম্পাসের ৪ জন (যুবক-২৮, যুবক-৩০, পুরুষ-৪৩, পুরুষ-৩৩) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।হিজলীর রবীন্দ্রপল্লী (প্রৌঢ়-৫৫), পূর্বপাথরি (যুবক-৩০) এলাকায় ২ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
অপরদিকে দাসপুরের গৌরা, মাগুরিয়া,কেলাগোডা, সোয়লা, পলাশপাই, রাধাবল্লভচক ও অজুরিয়া এলাকায় ৭ জন আক্রান্ত হয়েছেন। ঘাটালের নিশ্চিন্তপুর, কুশপাতা, কৃষ্ণনগর, রত্নেশ্বরবাটি ও কোন্নগর সহ অজবনগর এলাকায় ৬ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।গড়বেতার আমলাগোড়া , কেশিয়া সহ বিভিন্ন এলাকায় ৬ জন সংক্রমিত হয়েছেন বলে জানা যায়। এছাড়াও শালবনী, সবং, গোয়ালতোড়,দাঁতন, বেলদা ও মোহনপুরে করোনা আক্রান্তের হদিশ মেলে বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi