পত্রিকা প্রতিনিধি: আবারও পূর্ণবয়স্ক হাতির মৃত্যু। লালগড় রেঞ্জের বাঁধি শোলার ভিমপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হল।সকালে গ্রামবাসিরা মাঠে যাওয়ার সময় সকালে পড়ে থাকতে দেখে। এরপর তারা বনদপ্তরে খবর দিলে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে যায়। বনদপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই পশু চিকিত্সকদের খবর দিয়েছে। তবে কি ভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হলো তা ময়নাতদন্তের পরেই বলা সম্ভব বলে বনদপ্তর সুত্রে জানা গেছে। মৃত হাতিটিকে দেখতে এলাকায় মানুষ ভিড় জমিয়েছে বিভিন্ন গ্রামের মানুষেরা সেখানে এসেছে করোনা মহামারিকে তোয়াক্কা করেই।গত বেশ কয়েক দিন ধরে চাঁদড়া ও লালগড়ের বেশ কিছু জায়গায় দলমার হাতির দল তান্ডব চালাছিল।সেই হাতির দলের কাছ থেকে ফসল বাচাবার জন্য বেশির ভাগ চাষিরা ইলেট্রীক তার দিয়ে জমিতে বেড়া দিয়েছিল যার ফলেই এই হাতির মৃত্যু ঘটে গতকাল রাতে তার পরেই তড়িঘড়ি ইলেট্রীকের বেড়া তুলে নেন চাষিরা ।Elephant Died, Elephant Died, Elephant Died, medinipur news, পূর্ণবয়স্ক হাতির মৃত্যু, biplabi sabyasachi news, latest bengali news, bengal news
আরও পড়ুন- ঝাড়গ্রামে বাড়ছে সংক্রমণ,ফের একদিনেই করোনায় আক্রান্ত ১৯ জন
এরপরই, ঘটনাস্থলে পৌঁছন মেদিনীপুর বনবিভাগের এডিএফও বিজয় চক্রবর্তী, লালগড় রেঞ্জের রেঞ্জ অফিসার শ্রাবনী দে সহ বনদপ্তরের কর্মী ও আধিকারিকেরা। উপস্থিত হয়েছিলেন, পিড়াকাটা পুলিশ পোস্টের পুলিশকর্মীরাও। হাতি মৃত্যুর এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে, আশেপাশের গ্রাম থেকেও প্রচুর লোক জড়ো হয়। পৌঁছে যান বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরাও। কিন্তু, হাতি মৃত্যুর সঠিক কারণ গোপনই থেকে যায়, রহস্যজনকভাবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi